কাতারে ভবনধ্বসের মামলায় দোষীদেরকে যে শাস্তি দিল আদালত

কাতারে মনসুরা এলাকায় গত বছরের মার্চ মাসে চার তলা একটি ভবন ধসে পড়েছিল। এতে তখন একজন মারা যায় এবং অন্য সাতজনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়।

ভবনটির রক্ষণাবেক্ষণের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটেছিল।

প্রায় এক বছর বিচার ও তদন্ত শেষে এবার অভিযুক্ত ঠিকাদারী সংস্থার পরিচালক ও অন্যদেরকে শাস্তি দিয়ে রায় প্রকাশ করেছে কাতারের কোর্ট অফ ফার্স্ট ইনস্ট্যান্স।

শাস্তিপ্রাপ্তরা সবাই ওই ভবনের রক্ষণাবেক্ষণ এবং অন্যান্য কাজের দায়িত্বে ছিলেন।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

কাতারের আদালত অভিযুক্ত ঠিকাদারী কোম্পানির পরিচালককে ৫ বছরের জেল দিয়েছে।

পাশাপাশি ওই কোম্পানির উপদেষ্টাকে ৩ বছরের জেল ও বিল্ডিংটির অভিযুক্ত মালিকদেরকে এক বছর করে জেল দেওয়া হয়েছে।

শুধু জেলদন্ড নয়, বরং ভবনটি রক্ষণাবেক্ষণের সাথে জড়িত প্রধান অভিযুক্ত কোম্পানিকে জরিমানা করা হয়েছে পাঁচ লাখ কাতারি রিয়াল এবং বিল্ডিংয়ের মালিককে জরিমানা করা হয়েছে ২০ হাজার কাতারি রিয়াল।

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

এই মামলায় অভিযুক্ত বিদেশিদেরকে দণ্ড কার্যকর করার পর কাতার থেকে তাদের বহিষ্কার করা হবে।

পাবলিক প্রসিকিউশন জানিয়েছে, প্রয়োজনীয় অনুমতি ছাড়াই ভবনটি রক্ষণাবেক্ষণের কাজ করা হয়েছিল এবং কাজটি করার সময় এর বাসিন্দাদেরকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়নি।

আরো পড়ুন-

GulfBangla

Loading...
,