দিনে ২০০ ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বিমানের

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা বাড়ছে। কর্মকর্তারা জানান, বিশ্বের উন্নত এয়ারলাইন্সগুলোর মতো এগিয়ে চলছে বিমানের যাত্রীসেবা ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মান বাড়ানোর কাজ।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

প্রতিদিন অন্তত ২০০ ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং সক্ষমতা রয়েছে বিমানের।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নত গ্রাউন্ড হ্যান্ডলিং কাজের জন্য কেনা হয়েছে জাপানের তৈরি আধুনিক মানের এক হাজার কোটি টাকার বিভিন্ন যন্ত্র

এর মধ্যে ২৯৩টি আধুনিক মানের গ্রাউন্ড সাপোর্ট যন্ত্র রয়েছে। নতুন করে যুক্ত হয়েছে আরও ১৮টি এয়ারক্র্যাফট ব্যাগেজ টো-ট্রাক্টর ও ২টি এয়ারক্র্যাফট পুশ ব্যাগ টো-ট্রাক্টর।

কাতারের সব আপডেট পেতে যুক্ত হোন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিউল আজিম বলেন, নতুন করে চালু করা হচ্ছে বিমানের বন্ধ থাকা বিভিন্ন আন্তর্জাতিক রুট। বিমানের যাত্রীসেবা এবং গ্রাউন্ড হ্যান্ডলিং এখন সিঙ্গাপুর এয়ারলাইন্সের চেয়ে কোনো অংশে কম নয়।

সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানান, শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের জন্য ছয় মাসের মধ্যে আরও শতাধিক যন্ত্র ও যানবাহন যুক্ত হচ্ছে জিএসই বিভাগে।

আরো পড়ুন

Samakal

Loading...
,