কোরবানির সময় গরুর লাথিতে এক ব্যক্তির হাত থেকে ছুরি ছুটে গিয়ে পেটে আঘাত লাগায় এক শিশু মারা গেছে। সোমবার (১২ আগস্ট) সকালে মাদারীপুর সদর উপজেলার উত্তর দুধখালীতে এ ঘটনা ঘটে। মাদারীপুর সদর থানার অপারেশন অফিসার ইন্সপেক্টর সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মৃত শিশুটির নাম মৌমিতা আক্তার (১০)। সে দুধখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী। উত্তর দুধখালী বড়কান্দি গ্রামের আনোয়ার বেপারি তার বাবা।
স্থানীয় ও নিহতের পরিবার সূত্র জানায়, সকালে গরু কোরবানি দেওয়ার সময় পাশে দাঁড়িয়ে মোবাইল ফোনে ছবি তুলছিল মৌমিতা। জবাইর পর ছুরি দিয়ে গরুর পায়ের দড়ির বাঁধন কেটে দেন এক ব্যক্তি। এরপর হঠাৎই গরুটি পা দিয়ে সজোরে ওই ব্যক্তির হাতে আঘাত করে। এ সময় তার হাতে থাকা ধারালো ছুরিটি ছুটে গিয়ে শিশু মৌমিতার পেটে ঢুকে যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. শশাঙ্ক চন্দ্র ঘোষ জানান, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়। ছুরিটি ওই শিশুর পেট ভেদ করে ফুসফুসে আঘাত করেছিল।
সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, কোরবানির সময় দুর্ঘটনাবশত ছুরির আঘাতে শিশুটির মৃত্যুর খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ। এ ব্যাপারে তাদের কোনও অভিযোগ নেই।