ফ্লাইট বদলের অপেক্ষাকে উপভোগ্য করে তুলুন
Loading...

ফ্লাইট বদলের অপেক্ষাকে উপভোগ্য করে তুলুন
ভ্রমণের সময় ‘লেওভার’ বা ফ্লাইট বদলের জন্য অপেক্ষা অনেকের কাছেই ক্লান্তিকর ও বিরক্তিকর লাগে। ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে বসে থাকা, ঘুম, খাবার ও চার্জ দেওয়ার ঝামেলা—সব মিলিয়ে সময়টা যেন অপচয় মনে হয়।
কিন্তু একটু পরিকল্পনা আর কিছু সহজ কৌশল জানলে এই অপেক্ষার সময়টাও হতে পারে ভ্রমণের আনন্দের অংশ।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
যাঁদের সামনে দীর্ঘ লেওভার অপেক্ষা করছে, তাঁদের জন্য কিছু কার্যকর টিপস—
আলাদা ব্যাগ রাখুন
লেওভারকে আরামদায়ক করতে একটি ছোট ব্যাগে রাখুন ভ্রমণের প্রয়োজনীয় জিনিসপত্র—ফেসওয়াশ, টুথব্রাশ, ওয়েট টিস্যু, চার্জার, প্লাগ কনভার্টার, হালকা খাবার, অতিরিক্ত পোশাক, বই ও হেডফোন।
এতে দরকারি কিছু বের করা সহজ হবে এবং বড় ব্যাগ ঘাঁটাঘাঁটির ঝামেলা এড়ানো যাবে।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
কম সময়ের বিরতি
দু-তিন ঘণ্টার লেওভারে নিজেকে সতেজ রাখা সবচেয়ে জরুরি। মুখ ধুয়ে দাঁত ব্রাশ করুন, পানি কিনে রাখুন এবং একটু হাঁটাহাঁটি করুন।
অনেক বিমানবন্দরে বিনা মূল্যে যোগ বা স্ট্রেচিং রুম থাকে—যেমন সান ফ্রান্সিসকো ও হেলসিঙ্কি বিমানবন্দরে। চাইলে দোকান ঘুরে স্থানীয় স্ন্যাকস বা ছোট স্মারকও কিনে নিতে পারেন।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
মাঝারি সময়ের বিরতি
চার থেকে ছয় ঘণ্টার বিরতিতে সময়টা সবচেয়ে ভালো কাটে বিমানবন্দরের লাউঞ্জে। সেখানে আরাম করে বসা যায়, খাবার ও ওয়াইফাই সুবিধা থাকে, কিছু লাউঞ্জে ঘুমানোর ব্যবস্থাও থাকে।
অনেক প্রিমিয়াম ক্রেডিট কার্ডে ফ্রি বা ডিসকাউন্টে প্রবেশাধিকার মেলে। কার্ড না থাকলে অনলাইনে ৩০ থেকে ৭০ ডলার মূল্যে ডে পাস কেনা যায়।
সময় যদি একটু বেশি থাকে, তাহলে কাছের কোনো জনপ্রিয় রেস্টুরেন্ট বা আকর্ষণীয় জায়গা ঘুরে আসতে পারেন। তবে ট্রানজিট ভিসার বিষয়টি আগেই নিশ্চিত করতে হবে।
Loading...
দীর্ঘ সময়ের বিরতি
আট ঘণ্টা বা তার বেশি বিরতি হলে সেটিকে ছোট্ট এক সফরে পরিণত করতে পারেন। বিমানবন্দরের লাগেজ স্টোরেজ সার্ভিসে ব্যাগ রেখে শহর ঘুরে আসুন। অনেক এয়ারপোর্ট বা ট্রাভেল ওয়েবসাইটে ট্রানজিট ট্যুর বা কাছাকাছি দর্শনীয় স্থানের তথ্য পাওয়া যায়।
বাইরে যেতে না চাইলে হোটেলের ডে পাস নিতে পারেন। এতে কয়েক ঘণ্টার জন্য রুম, পুল ও রেস্টুরেন্টসহ হোটেলের সুবিধা ব্যবহার করা যায়। রিসোর্ট পাস ওয়েবসাইটে ২৫ থেকে ৩০০ ডলারের মধ্যে এ ধরনের পাস বুক করা যায়।
লেওভার মানেই বিরক্তিকর সময় নয়—বরং একটু প্রস্তুতি আর সঠিক পরিকল্পনায় এই সময়টাও হতে পারে ভ্রমণের অন্যতম আনন্দঘন অধ্যায়। আর সঙ্গে বাচ্চা থাকলে তাদের জন্য আলাদা প্রস্তুতি নিতেও ভুলবেন না।
আরো পড়ুন
- কাতারে আকাশ মিডিয়া ভুবন স্টার অ্যাওয়ার্ড পেলেন বিভিন্ন দেশের গুণী ব্যক্তিরা
- নেতানিয়াহুকে ‘কড়া’ ভাষায় গোপন বার্তা পাঠিয়েছে হোয়াইট হাউস
- অসুস্থ শিশুদের দিকে হাত বাড়িয়ে ফিফার পুরস্কার পেলেন জাখোর ভক্তরা
- বাংলাদেশে সংসদ নির্বাচনে পর্যবেক্ষণ মিশন নিয়োজিত করেছে ইইউ
- ১৬ ডিসেম্বর ভারতের বিজয়, নেই বাংলাদেশের নাম
Loading...






