পানিতে ডুবে একমাত্র মেয়ের মৃত্যু, হেলিকপ্টারে ছুটে এলেন প্রবাসী বাবা
Loading...

কুমিল্লা: কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। ৩ বছর বয়সী একমাত্র মেয়ে আরওয়া পুকুরের পানিতে ডুবে মারা গেলে আফ্রিকা প্রবাসী বাবা ওসমান গণি হেলিকপ্টারে ছুটে এসে শেষবারের মতো মেয়েকে দেখেন।
স্থানীয়রা জানান, শুক্রবার (৩১ অক্টোবর) সকালে স্থানীয় গুণবতী স্কুল মাঠে হেলিকপ্টারের অবতরণকে কেন্দ্র করে জনতার ভিড় জমেছিল। কেউ আশা করেনি, হেলিকপ্টার থেকে নেমে এক বাবার দ্রুত ছুটে যাওয়া দৃশ্য দেখবে।
কাতারের সব আপডেট হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
Loading...
ওসমান গণি ১৫ বছর ধরে আফ্রিকায় ব্যবসা করছেন। বিয়ের পর তার একমাত্র মেয়ে আরওয়া জন্ম নেয়। চলতি বছর ছুটিতে দেশে এসে ৮ মাস মেয়ের সঙ্গে কাটিয়ে আগস্টে ফের আফ্রিকায় যান।
গত বৃহস্পতিবার দুপুরে বাড়ির সামনে পুকুরে আরওয়া ডুবে মারা যায়। একমাত্র মেয়ের মৃত্যুর খবর পেয়ে ওসমান গণি তাৎক্ষণিক টিকিট কেটে দেশে ফিরে আসেন। শুক্রবার সকাল ১০টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হেলিকপ্টারে পৌঁছে তিনি মেয়েকে শেষবারের মতো দেখেন, আদর করেন এবং কাঁদেন। পরে জানাজায় অংশ নিয়ে মেয়েকে দাফন করেন।
কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর
Loading...
ওসমান গণির বন্ধু ইস্রাফিল জানান, মেয়েকে শেষবারের মতো দেখার ইচ্ছে জানালে লাশবাহী গাড়িতে আরওয়াকে রাখা হয়েছিল। ওসমান গণির ফুফা সাইদুল বলেন, মৃতু সংবাদটি বৃহস্পতিবার দুপুরে জানানোর পর পরের দিন সকালে তিনি এসে হাজির হন।
এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ফেসবুকে আমাদের সাথে থাকতে লাইক দিন এখানে
Loading...
আরো পড়ুন
Loading...






