অনুমতি ছাড়া হজের চেষ্টা করলে ১০ হাজার রিয়াল জরিমানা
অনুমতি ছাড়া হজের স্থানগুলোতে প্রবেশের চেষ্টা করলে জরিমানা ১০ হাজার রিয়াল
রবিবার ৫ জুলাই থেকে আগামী ২৩ শে জুলাই (১৩ জিলহজ্জ) পর্যন্ত হজের অনুমতিপত্র ছাড়া কেউ মসজিদুল হারাম বা হজের স্থানগুলোতে ( মিনা, মুযদালিফা ও আরাফা) প্রবেশের চেষ্টা করলে তাকে ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে বলে ঘোষণা দিয়েছে সৌদি সরকার।
সৌদি নাগরিক বা সৌদি আরবে অবস্থানরত বিদেশিরা সবার জন্য এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কেউ একাধিকবার প্রবেশের চেষ্টা করলে জরিমানার পরিমাণ আরও বাড়বে।
এজন্য মক্কার মসজিদুল হারামগামী প্রতিটি রাস্তায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রতিটি চেকপোস্টে গাড়ি থামিয়ে যাত্রীদের অনুমতিপত্র চেক করা হবে।
আসন্ন পবিত্র হজ উপলক্ষে এ ব্যবস্থা গ্রহণ করেছে সৌদি আরব সরকার। করোনা মহামারির কারণে গত বছরের মত এ বছরও সৌদি আরবের বাইরে থেকে কোনো হাজি হজ করার সুযোগ পাচ্ছেন না। শুধুমাত্র সৌদি আরবে অবস্থানরত দেশী-বিদেশী নাগরিকদের নিয়ে এবারের হজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
উল্লেখ্য, হজ করার জন্য নির্দিষ্ট ফি দিয়ে সৌদি হজ মন্ত্রণালয় থেকে অনুমতিপত্র সংগ্রহ করতে হয়। অনেকে অনুমতি ছাড়াই হজ করর চেষ্টা করেন। এক্ষেত্রে প্রধান প্রবেশপথ এড়িয়ে পুলিশের চোখ ফা৬কি দিয়ে মক্কায় প্রবেশ করতে হয়।
এভাবে অবৈধ পন্থায় হজ বন্ধ করার জন্য প্রতি বছর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে সৌদি সরকার।
