আজ বৃহস্পতিবার বাংলাদেশি টাকায় কাতার রিয়ালের রেট

নতুন বছরের প্রথম মাসে কাতারে বাংলাদেশি টাকায় রিয়ালের রেট কমতে শুরু করেছে। কয়েকদিন আগে রেট ২৪.২০ টাকা ছাড়িয়ে গেলেও এখন তা ধীরে ধীরে কমছে।
আজ বৃহস্পতিবার কাতারে উরিদু মানি অ্যাপ ব্যবহার করলে কাতার রিয়ালের সবচেয়ে বেশি রেট ২৩.৯৪ টাকা পাওয়া যাচ্ছে। অবশ্য কিছু কিছু এক্সচেঞ্জ থেকে টাকা পাঠালে এর চেয়েও কিছু কম পাচ্ছেন অনেকে।
গালফ বাংলার কাতার প্রবাসী পাঠকদের জন্য বাংলাদেশি টাকায় কাতার রিয়ালের আজকের রেট তুলে ধরা হচ্ছে।
আজকের হিসেবে রিয়ালের রেট সবচেয়ে বেশি দিচ্ছে মানিগ্রাম। ফলে মানিগ্রামে টাকা পাঠালে অন্যান্য একচেঞ্জের তুলনায় বেশ ভালো রেট পাবেন প্রবাসীরা।
আজ কাতার থেকে উরিদু মানি অ্যাপ ব্যবহার করে যদি আ্পনি বাংলাদেশে কোনো ব্যাংক একাউন্টে বা সরাসরি বিকাশে অথবা নগদ তোলার জন্য কারও নামে টাকা পাঠান, তবে ভালো রেটে এই টাকা পাঠাতে পারবেন।
এক নজরে আজ কাতার রিয়ালের রেট
মানিগ্রাম (ব্যাংক একউন্টে): ২৩.৯৪ টাকা।
আলদার এক্সচেঞ্জ: ২৩.৯৭ টাকা।
আল জামান এক্সচেঞ্জ: ২৩.৯০ টাকা।
গালফ এক্সচেঞ্জ: ২৩.৮৫ টাকা।
এরাবিয়ান এক্সচেঞ্জ: ২৩.৯৭ টাকা।
তবে মানিগ্রামের মাধ্যমে সরাসরি পাঠালে সেক্ষেত্রে প্রতি এক রিয়ালে পাওয়া যাবে ২৩.৫৯ টাকা।
আর উরিদু মানি অ্যাপ ব্যবহার করে গালফ এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে বিকাশে টাকা পাঠালে প্রতি এক রিয়ালে পাওয়া যাবে ২৩.৮৫ টাকা।
মানিগ্রামের মাধ্যমে বিকাশ করলে পাবেন প্রতি রিয়ালে ২৩.৯৪ টাকা।
এছাড়া কাতারের অন্যান্য এক্সচেঞ্জে একেক রকম রেট হয়ে থাকে।
সাধারণত নামে নগদ পাঠালে একাউন্টে পাঠানোর রেটের চেয়ে তুলনামূলক কম রেট পাওয়া যায়। তবে উরিদু মানি অ্যাপ ব্যবহার করে মানিগ্রামের মাধ্যমে পাঠালে একইরকম রেট পাওয়া যায়।
