আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কাতার শাখার অভিষেক ও সংবর্ধনা

কাতারের রাজধানী দোহার ম্যাজিস্টিক হোটেলে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কাতার শাখার নবগঠিত কমিটির অভিষেক ও সংবর্ধনা অনুষ্ঠান।
অনুষ্ঠানে ক্বারী মোহাম্মদ ইউসুফকে সভাপতি ও শায়েক মুহাম্মদ হারুন ওমরকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
শায়েখ মাওলানা তোয়াহা’র উপস্থাপনায় এতে প্রধান অতিথি ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি মাওলানা সালাউদ্দিন জাহাঙ্গীর। প্রধান আলোচক ছিলেন সংগঠনের মহাসচিব শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী কাতার আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইন্জিনিয়ার এম শাখওয়াত খাঁন, মাওলানা ক্বারী সালমান রহমান, আলহাজ্ব কুতুবুদ্দিন জসিম, আলহাজ্ব ওয়াহিদুর রহমান, কামাল আহমেদ খান।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় কাতারে ইমাম ও মুয়াজ্জিন নিয়োগ এখন স্থগিত আছে তবে তা কীভাবে চালু করা যায় এ ব্যাপারে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে।
দেশ জাতি ও প্রবাসীদের কল্যাণ কামনা করে দোয়ার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
আরও পড়ুন
গালফ বাংলা
