আপত্তিকর ছবি ভাইরালের হুমকি প্রবাসী স্বামীর, স্ত্রীর আত্মহত্যা

কুমিল্লার নাঙ্গলকোটের দুবাই প্রবাসী মনু মিয়া তার স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরালের হুমকি দেয়ায় লজ্জায় আত্মহত্যা করেছেন স্ত্রী রোজিনা।

মঙ্গলবার গভীর রাতে মৌকরা ইউপির ময়ূরা গ্রামে নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।

নিহতের পরিবার জানায়, মৃত আব্দুল মালেকের মেয়ে রোজিনার সঙ্গে দেড় বছর আগে রায়কোট ইউপির বেতাগাঁও গ্রামের প্রবাসী মনু মিয়ার বিবাহ হয়। এটি ছিল রোজিনার দ্বিতীয় বিয়ে।

তার একটি কন্যা সন্তান রয়েছে। ৬ মাস আগে রোজিনার স্বামী দুবাই প্রবাসে যাওয়ার পর থেকে রোজিনার পরিবার ও এলাকার লোকজনের কাছে রোজিনার বিভিন্ন আপত্তিকর ছবি পাঠাতে থাকে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে প্রবাস থেকে স্বামী মনু মিয়া মোবাইলে রোজিনাকে তার আপত্তিকর ছবি ফেসবুকের মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়।

এ নিয়ে অনেক রাতে স্বামী-স্ত্রীর মাঝে তুমুল ঝগড়া হয়েছে যা আশপাশের লোকজন শুনেছে। পরে ভোররাতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের লোকজন দাবি করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আব্দুন নুর বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Loading...
,