আফগানিস্তানে তালেবান সরকারে মন্ত্রীদের নাম ও ছবি

আফগানিস্তানে অন্তবর্তী সরকার ঘোষণা করেছে তালেবান। এতে মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে সরকার গঠন করা হয়েছে। পুরো মন্ত্রীপরিষদের তালিকা খবরের শেষে সংযুক্ত করা হলো।

নিচে বিভিন্ন পদে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের নাম ও ছবি উল্লেখ করা হলো।

মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
সরকারের উপপ্রধান হিসেবে স্থান পেয়েছেন মোল্লা আব্দুল গনি বারাদার।
উপ প্রধানমন্ত্রী মোল্লা আব্দুস সালাম হানাফি
পররাষ্ট্রমন্ত্রী মৌলভী আমির খান মুত্তাকি
শিক্ষামন্ত্রী শেখ আব্দুল বাকি হক্কানি
বাণিজ্যমন্ত্রী কারি দ্বীন মোহাম্মদ হানিফ
চিফ অব স্টাফ কারি ফসিহ উদ্দীন
গোয়েন্দা প্রধান আব্দুল হক ওছিক
পানি ও বিদ্যুৎ মন্ত্রী মোল্লা আব্দুল লতিফ মনছুর
সীমান্ত মন্ত্রী মোল্লা নুরুল্লাহ নুরী
তথ্য ও সংস্কৃতি মন্ত্রী মোল্লা খায়রুল্লাহ খায়রখাহ
দাওয়াত মন্ত্রী শেখ খালেদ হানাফি
পুরো মন্ত্রীপরিষদের তালিকা

Loading...
,