আবারও চালু হলো ওমরার ভিসা

করোনা মহামারীর কারণে বন্ধ হয়ে যাওয়া ওমরাহর ভিসা প্রায় দেড় বছর পর আবারও চালু করেছে সৌদি আরব সরকার।

তবে এখনো ১৩ টি দেশের ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এসব দেশে করোনা পরিস্থিতি বাড়তে থাকায় ভিসা প্রদান বন্ধ রাখা হয়েছে।

এর আগে ২৩ টি দেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল সৌদি সরকার। এরপর ১০ টি ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। এসব দেশের মধ্যে আছে ইরান, চীন, হংকং, তাইওয়ান ও জাপান।

এছাড়া আছে আফ্রিকান কয়েকটি দেশ। ইউরোপের দেশগুলোর মধ্যে সুইডেন ও ফ্রান্সের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়েছে।

যেসব দেশের ওপর এখনো নিষেধাজ্ঞা রয়েছে সেগুলো হলো, মিসর, লেবানন, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, আরব আমিরাত, পাকিস্তান, ভারত, আর্জেন্টিনা, ব্রাজিল, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম এবং ইথিওপিয়া।

তবে আশার কথা, বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা নেই সৌদি আরবের। তাই বাংলাদেশ থেকে হাজিরা ওমরাহর ভিসার আবেদন করতে পারবেন।

করোনা মহামারীর কারণে বর্তমানে ভিন্ন পদ্ধতিতে ওমরাহ পালন হয়ে থাকে। এজন্য তিনঘন্টা করে সময় বেঁধে দেয়া হয়। এভাবে প্রতিদিন ৬০ হাজার হাজি ওমরাহ পালন করেন। এই হিসাবে প্রতি মাসে প্রায় ২০ লাখ হাজি ওমরাহ পালনে করতে পারবেন।

ওমরাহ পালনের সময়সূচি নির্ধারণের জন্য একটি এপ চালু করেছে সৌদি সরকার। এই এপের মাধ্যমে হাজি তড় জন্য নির্ধারিত সময় জানতে পারবেন। এছাড়া কোভিড-১৯ বিষয়ক আপডেটের জন্য রয়েছে তাওয়াক্কালনা নামক বিশেষ এপ।

Loading...
,