আমিরাতে আজ থেকে মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর, প্রবাসীদের মাঝে স্বস্তি
অত্যধিক গরম থেকে শ্রমিকদের সুস্থ রাখতে সংযুক্ত আরব আমিরাতে মঙ্গলবার (১৫ জুন) থেকে তিন মাসের জন্য মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর হচ্ছে। এ আইন চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।
এ আইনের আওতায় দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত বাইরে কাজ করা নিষেধ করা হয়েছে।
শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা ও প্রচণ্ড গরম আর তাপদাহ থেকে শ্রমিকদের নিরাপদে রাখতে প্রতিবছরের মতো এ বছরও মধ্যাহ্ন বিরতি আইন কার্যকর করা হয়েছে। এর ফলে আমিরাতজুড়ে খোলা জায়গায় প্রখর সূর্য তাপের নিচে দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সব ধরনের (বিশেষ জরুরি কাজ ছাড়া) কাজ করা বন্ধ রাখা হবে।
উল্লেখ্য, আমিরাতে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত প্রচণ্ড গরম পড়ে এবং তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকে। স্কুল-কলেজ জুলাই-আগস্ট বন্ধ থাকে।
মধ্যাহ্ন বিরতির এ নিয়মকে স্বাগত জানিয়েছেন আমিরাতের বাংলাদেশ কমিউনিটির নেতা আলহাজ ইফতেখার হোসেন বাবুল, প্রজন্ম বঙ্গবন্ধুর সভাপতি এস এম রফিকুল ইসলাম, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর, ব্যবসায়ী মোহাম্মদ মানসুরসহ অনেক বিশিষ্ট ব্যক্তি। সব প্রবাসীকে এ আইনকে স্বাগত জানিয়ে আমিরাতের সব আইন মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন তারা।
মধ্যাহ্ন বিরতির এই আইন ভঙ্গকারী বা অমান্যকারী ব্যক্তি, প্রতিষ্ঠান বা কম্পানির বিরুদ্ধে বিভিন্ন অঙ্কের জরিমানাসহ নানা বিধান রাখা হয়েছে। এই আইন একবার অমান্যকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতি শ্রমিকের কাজ করার জন্য পাঁচ হাজার দিরহাম থেকে ৫০ হাজার দিরহাম পর্যন্ত তাৎক্ষণিক জরিমানার বিধান রাখা হয়েছে।
এই আইন কার্যকরের ফলে আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশি হাজার হাজার শ্রমিকসহ নানা দেশের প্রবাসী শ্রমিকদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। প্রবাসীরা আমিরাত সরকারের এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে সব দেশের প্রবাসীদের প্রতি এ আইনকে শ্রদ্ধা করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানিয়েছেন।
আমিরাতের অধিকাংশ শ্রমবাজার বাংলাদেশি, ভারতীয়, পাকিস্তানি তথা এশিয়ানদের দখলে। এ আইনের ফলে তাদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।
