আরও দুর্বল হলো টাকা

২০২৩-২৪ অর্থবছরে টাকার ১.৫২% অবমূল্যায়ন হয়েছে। মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশি মুদ্রার মান আরও কমেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) থেকে মার্কিন ডলারের বিনিময় হার ০.৫০ টাকা বাড়িয়ে ১১০.৫০ টাকা করেছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেদা) ও অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) যৌথ সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে করে ২০২৩-২৪ অর্থবছরে টাকার ১.৫২% অবমূল্যায়ন হলো।
কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন
কেন্দ্রীয় ব্যাংক ২০২২ সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ডলারের মূল্য ৯৫ টাকা নির্ধারণ করে। যার অর্থ হলো ২০২২ সালের গ্রিনব্যাকের বিপরীতে টাকা তার মূল্যের ১৬.৩২% মূল্য হারিয়েছে।
জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক আলাদাভাবে ডলারের দাম ঘোষণা করেনি। রিজার্ভ থেকে ডলার বিক্রির ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক আন্তঃব্যাংক বাজারে ডলারের হার অনুসরণ করছে।
কাতারে কোথায় কী অফার চলছে- দেখতে ক্লিক করুন এখানে
জুলাইয়ের প্রথম সপ্তাহে টাকার অবমূল্যায়ন হয় সর্বোচ্চ ২.৮৫ টাকা। এরপর থেকে আন্তঃব্যাংক ডলারের হার অনুযায়ী রিজার্ভ থেকে ডলারের বিক্রয়মূল্য বাড়িয়ে আসছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে জুলাইয়ের শুরুতে রিজার্ভের ডলারের দর দাঁড়িয়েছে ১০৮.৮৫ টাকায়।
রবিবার রেমিট্যান্স, রপ্তানি আয় ও আমদানি নিষ্পত্তিতে ডলারের দর ০.৫০ টাকা বেড়েছে। পরবর্তীতে সোমবার আন্তঃব্যাংক ডলার বিক্রির হারও বেড়ে হয় ১১০.৫০ টাকা।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
এদিকে রিজার্ভ থেকে ডলার বিক্রি অব্যাহত থাকায় মজুত হ্রাস পাচ্ছে। এ অর্থবছরের জুলাই থেকে রিজার্ভ থেকে ২.৫ বিলিয়ন ডলারের বেশি বিক্রি হয়েছে। ফলে, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত রিজার্ভ ২১.৭১ বিলিয়ন ডলারে নেমে এসেছে।
এ অর্থবছরের জন্য নতুন মুদ্রানীতিতে কেন্দ্রীয় ব্যাংক তার একীভূত ও বাজার-চালিত একক বিনিময় হার ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিয়েছে।
এই পদ্ধতির মাধ্যমে টাকা ও মার্কিন ডলার, বা অন্য কোনো বৈদেশিক মুদ্রার মধ্যে বিনিময় হার বাজারের অনুযায়ী নির্ধারণ করা হতে পারে।
গত বছরের সেপ্টেম্বরে বাংলাদেশ ব্যাংক বাফেদাকে ডলারের দাম দ্রুত বৃদ্ধি নিয়ন্ত্রণে রপ্তানি, আমদানি ও রেমিট্যান্সের জন্য বিভিন্ন হার নির্ধারণের নির্দেশ দেয়।
কাতারে কোথায় কী অফার চলছে- দেখতে ক্লিক করুন এখানে
