আলখোরে পরিত্যক্ত গাড়ি সরিয়ে নিচ্ছে বালাদিয়া

কাতারের আল খোর ও আল যাখিরা এলাকায় পরিত্যক্ত গাড়ি অপসারণ অভিযান চালিয়েছে বালাদিয়া।

কাতারের ম্যাকানিকাল ইকুয়েপমেন্ট বিভাগ ও জেনারেল ক্লিননেস বিভাগ, আল শামাল বালাদিয়ার সহযোগিতায় অভিযানটি পরিচালনা করে।

পাবলিক হাইজিন সংক্রান্ত ২০১৭ সালের ১৮ নং আইন অনুসারে পরিত্যক্ত গাড়ি সরিয়ে নেওয়ার জন্য অভিযান শুরু করে বালাদিয়া। রবিবার সকালে আল খোর ও আল যাখিরা বালাদিয়ায় একটি যৌথ অভিযান শুরু করেছিল কর্তৃপক্ষ।

দোহা বালাদিয়ার সাধারণ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হামাদ সুলতান আল-শাহওয়ানি, আল খোর ও আল যাখিরার স্বাস্থ্য নিয়ন্ত্রণ বিভাগের প্রধান আলী আবদুল্লাহ আল-মুরাইখিসহ অভিযানটিতে অংশ নিয়েছেন বেশ কয়েকটি অভ্যন্তরীণ সুরক্ষা বাহিনী (লাখউইয়া) কর্মীরা।

আল-শাহওয়ানি বলেন, এই অভিযান দুই সপ্তাহ ধরে চলবে এবং বালাদিয়া জুড়ে প্রতিটি পরিত্যক্ত গাড়িগুলোকে অপসারণ করা হবে।

Loading...
,