কাতার![]()
আল রাইয়ান বালাদিয়া কর্তৃপক্ষের এসব অভিযানে প্রায় ৫৫টি আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। ৩৭ টি দোকানের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা দায়ের করা হয় বালাদিয়ার পক্ষ থেকে।
স্বাস্থ্য সম্পর্কিত বিধিমালা অমান্য করায় চারটি দোকান বন্ধ করে দেওয়া হয় মার্চ মাসে।
আলরাইয়ানে ৫ হাজারের বেশি দোকানে বালাদিয়ার অভিযান
কাতারের বিভিন্ন এলাকায় খাবারের গুণগত মান যাচাই করতে অভিযান জোরদার করা হচ্ছে। আল রাইয়ান এলাকায় গত মার্চ মাসে ৫ হাজার ২৪৯ টি দোকান ও প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে বালাদিয়া।
আল রাইয়ান বালাদিয়া কর্তৃপক্ষের এসব অভিযানে প্রায় ৫৫টি আইন লঙ্ঘনের ঘটনা ধরা পড়ে। ৩৭ টি দোকানের বিরুদ্ধে নানা অভিযোগে মামলা দায়ের করা হয় বালাদিয়ার পক্ষ থেকে।
একইসময়ে মাসজুড়ে কসাই ও জবেহখানায় ৪ হাজার ৬২২ টি পশু যাচাই করেছে বালাদিয়া কর্তৃপক্ষ। এসময় প্রায় ৩৬৫ কেজি মাংস মানুষের ব্যবহারের অযোগ্য হওয়ার কারণে নষ্ট করে দেওয়া হয়।
স্বাস্থ্য সম্পর্কিত বিধিমালা অমান্য করায় চারটি দোকান বন্ধ করে দেওয়া হয় মার্চ মাসে।
এছাড়া বিভিন্ন অভিযানে সর্বমোট ৫৬ হাজার ৩৬০ কেজি শাকসবজি এবং ফল জব্দ করে তা নষ্ট করা হয়েছে।
