ইউক্রেনের সুন্দরী নারীদের দিকে রাশিয়ান সেনাদের নজর

ইউক্রেনে হামলা চালানোর আগে দেশটির নারীদের প্রতি নজর দিয়েছিল রাশিয়ার সেনারা।
একদিকে অভিযানের প্রস্তুতি, অন্যদিকে ডেটিং অ্যাপ টিন্ডারের মাধ্যমে সুন্দরী নারীদের আকৃষ্ট করার চেষ্টায় লিপ্ত ছিলেন তারা।
এ বিষয়ে ইউক্রেনের ৩৩ বছর বয়সী দাশা সিনেলনিকোভা বলেন, হামলার আগে গত মঙ্গলবার যখন রুশ সেনারা ইউক্রেনের পাশে সৈন্য সমাবেশ করছিল তখন আন্দ্রেই, আলেপান্ডার, গ্রেগরি, মিখাইল- এসব নামে রুশ সেনারা তার কাছে টিন্ডারে প্রচুর বার্তা পাঠিয়েছে।

কিয়েভ থেকে মাত্র ২০ মাইল দূরবর্তী অবস্থান থেকে এসব বার্তা পাঠায় তারা। অনেকে সমরাস্ত্র নিয়ে যুদ্ধের পোশাক পরিহিত ছবি, অনেকে আবার অশালীন ছবি পাঠিয়েছে।
কেউ কেউ আবার নিজেদের অবস্থান নিয়ে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। রুশ সেনাদের মোবাইল ফোন বন্ধ করার নির্দেশ দেওয়ার আগপর্যন্ত তারা সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় ছিল।

সিনেলনিকোভা আরও বলেন, পেশিবহুল এক ব্যক্তিকে বিছানায় পিস্তল নিয়ে ছবি তুলতে দেখা গেছে, নিজেকে আবেদনময় করে দেখানোর চেষ্টা করছিল সে।
এভাবে ইউক্রেনের অনেক নারীকে তারা আকর্ষণ চেষ্টা করেছে। কেউ কেউ হয়তো তাদের ফাঁদে পা দিয়েছেন। তবে তাদের কাউকে আমার কাছে আকর্ষণীয় বলে মনে হয়নি। আর শত্রুকে শয্যাসঙ্গী করার কথা তো কখনও ভাবতেই পারব না।
হোয়াটসঅ্যাগে সব খবর পেতে চাইলে যুক্ত হোন এই গ্রুপে
কাতারের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে এখানে ক্লিক করে পেজে লাইক দিয়ে রাখুন
নিচের দিকে স্ক্রল করে আরও গুরুত্বপূর্ণ খবর পড়ুন
সমকাল
