ইউক্রেনের পাল্টা আক্রমণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে: পুতিন

ইউক্রেন বাহিনীর পাল্টা আক্রমণ নিয়ে ফের নতুন দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

তিনি বলেছেন, রাশিয়ান বাহিনীর বিরুদ্ধে ইউক্রেনের পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে। মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) কাতার-ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

তবে অন্যদিকে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বাঞ্চলীয় দোনেতস্ক অঞ্চলে বাখমুতের চারপাশে সম্মুখসারি অগ্রসর হয়েছে কিয়েভ বাহিনী।

গতকাল সোমবার সোচি শহরে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সংবাদ সম্মেলনে ইউক্রেনের বাহিনীর অগ্রসরের দাবি প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, কিয়েভের বাহিনীর পাল্টা আক্রমণ ব্যর্থ হয়েছে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

তবে রাশিয়ান সামরিক ব্লগার ও আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা সম্মুখসারিতে রাশিয়ান বাহিনীর ওপর উল্লেখযোগ্য যে প্রভাব পড়েছে তার কথা জানিয়েছে। বিশেষ করে আর্টিলারি শেলের অভাবের কথা জানানো হয়েছে।

ইউক্রেনের পাল্টা আক্রমণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে: পুতিন
ইউক্রেনের পাল্টা আক্রমণ সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে: পুতিন

সোমবার ইউক্রেনের ডেপুটি প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার বলেছেন, পূর্বাঞ্চলীয় বাখমুতের চারপাশে গত সপ্তাহে কিয়েভের বাহিনী অন্তত ৩ স্কয়ার কিলোমিটার ভূখণ্ড পুনরুদ্ধার করেছে।

তবে  ইউক্রেনের এসব দাবিকে ফের উড়িয়ে দিলেন ভ্লাদিমির পুতিন।

গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ৫৫৯ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাতের পরিমাণ অনেক বেড়েছে।

আরও পড়ুন:

গালফ বাংলা

Loading...
,