ইতালিতে ইসরাইলি বিরোধী ঢেউ থামছে না!

ফিলিস্তিনে ইসরাইলি বোমা হামলায় ২৩৪ জন নিরহ নারী-পুরুষ ও শিশু হত্যা এবং ধ্বংস যজ্ঞে প্রায় পাঁচ হাজার মানুষকে আহত করার প্রতিবাদে ইতালির বিভিন্ন শহরে বিক্ষোভে মিছিল হয়েছে।

শুক্রবার (২১ মে) স্থানীয় সময় বিকেলে ইতালির মনফালকনে ও আনকোনা শহরে জড়ো হন কয়েক হাজার মানুষ। ইসরাইল বিরোধী স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। তবে যুদ্ধ বিরতি কার্যকর হওয়াকে স্বাগত জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

নিরীহ ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলার প্রতিবাদের ঢেউ থামছে না ইতালিতে। শুক্রবার জুম্মার নামাজের খুতবা ও মোনাজাতে ফিলিস্তিনিদের রক্ষায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় দেশটির সবকটি মসজিদে। ফিলিস্তিনে গত ৭ দশকের অধিক সময় ধরে দখলদার ইহুদি বাহিনীর নির্বিচারে হত্যা ও বোমাবর্ষণের নিন্দা জানান বিক্ষোভকারীরা।

আনকোনা শহরে অবস্থিত ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন রাই এর ভবন চত্বরে বিক্ষোভ করেন প্রতিবাদকারীরা। তাদের অভিযোগ ছিল ফিলিস্তিনিদের উপর যে অমানুষিক নির্যাতন করেছে ইসরাইলি বাহিনী তার চিত্র তুলে ধরছেন না ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন ‘রাই’।

এছাড়াও ইতালি জুড়ে যে ইসরাইল বিরোধী বিক্ষোভ তাও প্রচার করছেনা টেলিভিশন। শুক্রবার থেকে মিশরের সহযোগিতায় যুদ্ধ বিরতি কার্যকর হওয়াকে স্বাগত জানিয়েছেন বিক্ষোভ আয়োজনকারী কমিউনিটি নেতৃবৃন্দ। তবে মুসলিম বিশ্বেকে ঐক্যবদ্ধ হওয়ার জোর দাবি জানান প্রবাসী বাংলাদেশিরা।

প্রায় বিশ হাজার বর্গ কিলোমিটার আয়তনের ইসরাইলের সঙ্গে ফিলিস্তিনিদের আট হাজার বর্গ কিলোমিটার এলাকা দখল করে নেয় ইসরাইল আরবদের সঙ্গে যুদ্ধে করে। আরবদের অনৈক্য ও নিজস্ব ক্ষমতার লোভ, যুগ যুগ ধরে ফিলিস্তিনিদের রক্ত গঙ্গা বইছে গাজা উপত্যকায়। তবে জন্ম ভূমি রক্ষায় ফিলিস্তিনিদের মনোবলকে সালাম করছে বিশ্বের শান্তি প্রিয় স্বাধীনতাকামী মানুষ।

এবার ফিলিস্তিনি যুদ্ধারা বিশ্বকে অবাক করে দিয়েছেন। মাত্র এক দশক আগে ইটের খুঁড়ি দিয়ে ইসরাইলি বাহিনীকে প্রকাশ্যে প্রতিরোধকারী নিরস্ত্র ফিলিস্তিনিদের এবারের যুদ্ধে হাজারও রকেট ও ক্ষেপণাস্ত্র ছুড়তে দেখা গেছে ইসরাইলের ভূ-খন্ডে।

জন্মভূমি রক্ষায় ফিলিস্তিনিদের মরণপণ যুদ্ধের সাহসে অবাক করেছে সমগ্র বিশ্বকে এবং মধ্যপ্রাচ্যে পরাক্রমশালী ক্ষমতার দম্ভকে নাড়িয়ে দিয়েছে দখলদার ইহুদি বাহিনীর।

Loading...
,