ইতালিতে বাড়ছে অবৈধ অভিবাসন, যা বলছেন প্রবাসী বাংলাদেশিরা

ইতালির লাম্পদোসায় প্রায় প্রতিদিনই আসছেন বাংলাদেশিসহ বিপুল সংখ্যক অবৈধ অভিবাসী।

করোনা মহামারির পর চলতি বছরের গ্রীষ্মে সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী এসেছে দেশটিতে।

উপকূলে কঠোর নজরদারির পরও ছোট ছোট কাঠের কিংবা প্লাস্টিকের নৌকায় বিপজ্জনকভাবে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে দেশটিতে প্রবেশের চেষ্টা করেন অনেকে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

গত দেড় বছরে ইতালিতে অবৈধ বাংলাদেশি এসেছেন ২১ হাজার ৭১১ জন। তাদের মধ্যে চলতি বছরের প্রথম ৭ মাসেই ইতালিতে প্রবেশ করেছেন ৬ হাজার ৭২৯ জন বাংলাদেশি।

ইতালি ছাড়াও স্পেন এবং গ্রিসেও অবৈধভাবে প্রবেশ করেছেন বিপুলসংখ্যক বাংলাদেশি। মানবিক কারণে এই অবৈধ অভিবাসীদের উদ্ধার করে নেয়া হচ্ছে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

তবে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বলছেন, অবৈধ পথে ইউরোপযাত্রা বন্ধ হওয়া উচিৎ। যারা এভাবে আসছেন তাদের নাগরিকত্ব পাওয়ার কোনো সুযোগ নেই।

তারা জানান, গ্রীষ্মে সাগর শান্ত থাকে। এর সুযোগই নিচ্ছেন অবৈধ অভিবাসীরা। ছোট ছোট নৌকায় করে তারা আসছেন ইতালিতে, যা খুবই বিপজ্জনক পথ।

চলতি বছর শুধু ইতালিতেই এসেছেন ৮৯ হাজার ২৫৩ জন অবৈধ অভিবাসী।

ইতালি সরকার অবৈধ অভিবাসী বন্ধে এরইমধ্যে বৈধভাবে শ্রমিক আনার ঘোষণা দিয়েছে।

যার আওতায় ২০২৫ সাল নাগাদ সাড়ে চার লাখেরও বেশি শ্রমিক ইতালিতে আসবে বলে ধারণা করা হচ্ছে।

আরও পড়ুন

গালফ বাংলা

Loading...
,