ইতালি প্রবাসীদের জন্য সুখবর, আরও বাড়ছে আয়

ইউরোপের অধিকাংশ দেশের নিজস্ব জাতীয় ন্যূনতম মজুরি আইন থাকলেও, ইতালিতে তা এখন পর্যন্ত নির্দিষ্ট হয়নি।
একটি সমন্বিত জাতীয় চুক্তির মাধ্যমে যুগ যুগ ধরে দেশটির মালিক ও শ্রমিকদের কাজ এবং লেনদেন শর্তাবলী পরিচালিত হচ্ছে।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
তবে সম্প্রতি ইতালির সাধারণ জনগণ থেকে শুরু করে সরকারি নীতিনির্ধারকরাও ন্যূনতম মজুরি কাঠামো পাস করার পক্ষে অবস্থান নেন। দেশজুড়ে চলে গণস্বাক্ষর কর্মসূচি।
চলতি বছরের শেষে অথবা ২০২৪ সালে তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন গণমাধ্যম। এমন খবরে স্থানীয়দের পাশাপাশি খুশি প্রবাসী বাংলাদেশিরা।
ইতালির কর্মজীবী মানুষের সংখ্যা প্রায় আড়াই কোটি, যার মধ্যে ২৭ লাখ বিদেশি। দেশটিতে বসবাস করছেন প্রায় আড়াই লাখ বাংলাদেশি।
বর্তমানে ন্যূনতম মজুরি প্রায় ১১০০ ইউরো হলেও, নতুন এ কাঠামো কার্যকর হলে তা দেড় হাজার ইউরোর বেশি হবে বলে জানা গেছে। এতে বাড়বে ইতালীয় নাগরিক ও প্রবাসী বাংলাদেশিদের আয়।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
২০২২ সালের ৭ জুন শ্রমিকদের জীবনযাত্রার মান উন্নয়নে প্রতি ঘণ্টার ন্যূনতম মজুরি ৯ ইউরো নির্ধারণের নির্দেশনা দেয় ইউরোপীয় ইউনিয়ন, যা পালন করতে বাধ্য ইতালির সরকার।
আরও পড়ুন:
গালফ বাংলা
