ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তি : মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় অফিসারকে মুক্তি দিলো কাতার

ইসরাইলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত ভারতীয় নৌবাহিনীর সাবেক আট অফিসারকেই মুক্তি দিয়েছে কাতার।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

তাদের মধ্যে সাতজন ইতিমধ্যে ভারতে ফিরে এসেছেন বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

রোববার গভীর রাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘দাহরা গ্লোবাল কোম্পানির হয়ে কাজ করা আটজন ভারতীয়কে ছেড়ে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছে ভারত সরকার।

তাদের কাতারে আটক করা হয়েছিল। তাদের মধ্যে সাতজন ভারতে ফিরে এসেছেন। এই নাগরিকদের মুক্তি দেয়া এবং তাদের ঘরে ফেরানোর জন্য কাতারের আমির যে সিদ্ধান্ত নিয়েছেন, তার প্রশংসা করছি আমরা।’

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

মুক্তিপ্রাপ্ত এই ভারতীয় আট নাগরিক ২০২২ সালের অক্টোবর থেকে কাতারে আটক ছিলেন। তাদের বিরুদ্ধে ইসরাইলের হয়ে একটি সাবমেরিন কর্মসূচির ওপর গুপ্তচরবৃত্তির অভিযোগ আনা হয়।

তাদের সবাইকে কাতারের একটি আদালত মৃত্যুদণ্ড দেয়। তবে অভিযোগ কখনো প্রকাশ্যে আনা হয়নি। পরে কাতারের আদালত তাদের দণ্ড লঘু করে কারাদণ্ডে পরিণত করে।

আরো পড়ুন-

NayaDiganta

Loading...
,