ইসরায়েলি হামলায় ২৪ ঘণ্টায় নিহত ৪০০ ফিলিস্তিনি

ইসরায়েলের ক্রমাগত বিমান হামলায় গাজাজুড়ে একদিনে প্রাণ হারিয়েছে অন্তত ৪০০ ফিলিস্তিনি। গত ৭ অক্টোবর শুরু হওয়া হামাসের সঙ্গে সংঘাতে ২৪ ঘণ্টার হিসেবে এটিই সর্বোচ্চ প্রাণহানি।
ফিলিস্তিনের বার্তা সংস্থা ওয়াফার বরাত আজ সোমবার (২৩ অক্টোবর) সকালে এ খবর প্রকাশ করেছে আলজাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের জনবহুল একটি অঞ্চলে ইসরায়েল অন্তত ২৫টি যুদ্ধবিমান দিয়ে হামলা চালায়। ওই অঞ্চলে প্রায় ২০ লাখ মানুষের বসবাস।
কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন
ইসরায়েল ফিলিস্তিনের বেসামরিক লোকজনের ওপর এসব হামলা চালিয়েছে বলে জানিয়েছে ওয়াফা।
এদিকে ফিলিস্তিনের জাবালাই শরণার্থী শিবিরে ইসরায়েলের হামলায় অন্তত ৩০ জন নিহত হয়েছে বলে জানা গেছে।
তেল আবিবের শক্তিশালী বোমা হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। হামলায় নিহতের বেশির ভাগই নারী ও শিশু। মন্ত্রণালয় জানিয়েছে, গতকাল রোববার রাতে এ হতাহতের ঘটনা ঘটে।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
শরণার্থী শিবিরে হামলায় আহত হয়েছেন আরো ২৭ বেসামরিক ফিলিস্তিনি। এদের কারো কারো অবস্থা আশংকাজনক বলেও জানিয়েছেন চিকিৎসকরা।
এদিকে ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে প্রতিদিন আহতের সংখ্যা বাড়ায় বিপাকে পড়েছে গাজার হাসপাতালগুলো। উত্তরাঞ্চলের ইন্দোনেশিয়ান হাসপাতালের পরিচালক সাংবাদিকদের জানিয়েছেন, আমরা ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকটে ভুগছি।
ইসরায়েলি হামলায় এখন গাজার হাসপাতালগুলোও নিরাপদ নয়। সাম্প্রতিক আল-আহলি হাসপাতালে হামলায় চার শতাধিক মানুষ নিহত হন। এছাড়া ব্যাপক অভিযানকে সামনে রেখে এরই মধ্যে গাজার হাসপাতালগুলো খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েল।
গত ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার পর গত দুই সপ্তাহ যাবৎ ইসরায়েল বেসামরিক গাজাবাসীর ওপর হামলা চালিয়ে আসছে। এতে অন্তত চার হাজার ৬৫১ জন ফিলিস্তিনি নিহত ও ১৪ হাজার ২৪৫ জন আহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েলি পক্ষে নিহতের সংখ্যা এক হাজার ৪০০ এর বেশি।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
আরও পড়ুন:
