ইসরায়েলের প্রতিরক্ষা অস্ত্র বিক্রি বৃদ্ধি, ২৪ শতাংশ কিনেছে আরব দেশ

ইসরায়েল গত বছর ১ হাজার ২৫৫ কোটি টাকা মূল্যর (১২ দশমিক ৫৫ বিলিয়ন ডলার) নিরাপত্তা যুদ্ধাস্ত্র বিক্রি করেছে। এর মধ্য এক-চতুর্থাংশই কিনেছে আরব দেশগুলো।

বুধবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত তিন বছরের চেয়ে ২০২২ সালে যুদ্ধাস্ত্র বিক্রি বেড়েছে ৫০ শতাংশ। আর গত দশ বছরের তুলনায় এটি দ্বিগুণ।

বিক্রি হওয়া এসব যুদ্ধাস্ত্রের মধ্য ২৫ শতাংশ ড্রোন এবং ১৯ শতাংশ মিসাইল প্রতিরক্ষা।

ক্রেতা আরব দেশগুলোর নাম উল্লেখ না করলেও ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ২৪ শতাংশ প্রতিরক্ষা সামগ্রী আব্রাহাম অ্যাকর্ড (বাহরাইন, আরব আমিরাত, সুদান, মরক্কো) দেশগুলো কিনেছে।

এ ছাড়া এশিয়া ও ওশেনিয়ার দেশগুলোতে ৩০ শতাংশ, ইউরোপে ২৯ শতাংশ এবং উত্তর আমেরিকায় ১১ শতাংশ প্রতিরক্ষা সামগ্রী বিক্রি করেছে।

 কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

আরো পড়ুন

AjkerPatrika

Loading...
,