ইসরায়েলের সঙ্গে বৈঠকে পদ গেল লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রীর

ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেনের সঙ্গে বৈঠকের ঘটনায় বহিষ্কার হয়েছেন লিবিয়া সরকারের পররাষ্ট্রমন্ত্রী নাজলা আল-মাঙ্গুশ।
রাষ্ট্র হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় না লিবিয়া, এ অবস্থাতে ওই বৈঠকের পর দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
এর পরই মাঙ্গুশকে বহিষ্কার করেন লিবিয়ার প্রধানমন্ত্রী ও জাতীয় ঐক্য সরকারের প্রধান আবদুলহামিদ আল-দাবিবাহ।
অবশ্য দুই দেশের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য এই বৈঠক হয়েছে দাবি করে ইসরায়েলর পররাষ্ট্রমন্ত্রী একে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন।
আরব ও মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে তার সরকার।
রয়টার্স বলছে, গত সপ্তাহে ইতালিতে ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন লিবিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এতে ক্ষুব্ধ হয়ে মাঙ্গুশকে বরখাস্তের পর তার বিরুদ্ধে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী মাঙ্গুশ বলেছেন, এটি আনুষ্ঠানিক কোনো বৈঠক নয়। সে রকম কিছু নিয়ে আলোচনাও হয়নি।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
তবে বিষয়টি ভালোভাবে গ্রহণ করেনি লিবিয়া। এ নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পরই বিক্ষোভ হয়েছে লিবিয়ায়। রাস্তায় আগুন জ্বালিয়ে আন্দোলন করছেন অনেকে।
আরও পড়ুন:
গালফ বাংলা
