ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের সর্বশেষ

ইসরায়েল–ফিলিস্তিন সংঘাতে তিন সপ্তাহে গড়িয়েছে। গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন প্রাণ হারাচ্ছেন বেসামরিক মানুষ। গাজা এখন যেনো এক মৃত্যুপুরী। অন্যদিকে জিম্মি ইসরায়েলিদের এখনো মুক্তি দেয়নি হামাস। একনজরে সংঘাতের সর্বশেষ খবর—

কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রকে দোষারোপ পুতিনের 

মধ্যপ্রাচ্যে ‘মারাত্মক বিশৃঙ্খলা’ ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন তিনি। টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে পুতিন বলেন, ‘মারাত্মক বিশৃঙ্খলা কে সংঘটিত করছে এবং এ থেকে আজ কে সুবিধা পাচ্ছে? আমার মতে, এটা স্পষ্ট হয়ে উঠেছে যে, এ জন্য দায়ী যুক্তরাষ্ট্রের ক্ষমতাসীন অভিজাতরা।’ 

যুদ্ধবিরতিতে নেতানিয়াহু–যুক্তরাষ্ট্রের ‘না’

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক সংবাদ সম্মেলনে বলেছেন, গাজায় যুদ্ধবিরতিতে যাবে না তাঁর দেশ। এমন কোনো পদক্ষেপ হবে হামাসের কাছে ‘আত্মসমর্পণ’ করার মতো।  যুদ্ধবিরতির বিপক্ষে গিয়েছে যুক্তরাষ্ট্রও। দেশটির জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কিরবি বলেছেন, ‘আমরা মনে করি না, বর্তমান সময়ে যুদ্ধবিরতি যথাযথ পদক্ষেপ হবে।’

ত্রাণ সরবরাহে ‘ব্যর্থতা’

জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনআরডব্লিউএ সতর্ক করে বলেছে, গাজায় বর্তমানে যে ‘নজিরবিহীন মানবিক সহায়তার প্রয়োজন’ তার তুলনায় কম ত্রাণ উপত্যকাটিতে প্রবেশ করছে। সংস্থাটির প্রধান ফিলিপ্পে লাজারিনির কথায়, ‘গাজায় যে পদ্ধতিতে ত্রাণ পাঠানো হচ্ছে তা ব্যর্থতার দিকে যাবে, যদি না উপত্যকাটির নজিরবিহীন মানবিক প্রয়োজনীয়তার সঙ্গে মিল রেখে অর্থপূর্ণভাবে ত্রাণ সরবরাহ করা যায়।’  

জিম্মি হওয়া ইসরায়েলি সেনা উদ্ধার

হামাসের হাতে জিম্মি এক ইসরায়েলি সেনা সদস্যকে উদ্ধারের দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গাজায় স্থল অভিযান চালিয়ে তাঁকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে তারা। ওই সেনা সদস্যের নাম ওরি মেগিদিশ। নেতানিয়াহুর কার্যালয় থেকে পরিবারের সঙ্গে তাঁর একটি ছবি প্রকাশ করা হয়েছে।   

এদিকে আরও তিন জিম্মি নারীকে মুক্তি দেওয়ার একটি ভিডিও প্রকাশ করেছে হামাস। ৭ অক্টোবর ইসরায়েলে হামলার দিন ওই জিম্মিদের আটক করে গাজায় নিয়ে যাওয়া হয়। ইসরায়েলের দাবি, হামাস ইসরায়েল থেকে মোট ২৩৯ জনকে জিম্মিকে করেছে।

সিরিয়া ও লেবাননে হামলা

ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, সিরিয়া থেকে ছোড়া রকেটের জবাবে তারা দেশটির সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। অপরদিকে লেবাননে ইরানপন্থী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে, তারা ইসরায়েলের একটি ড্রোন ভূপাতিত করেছে। ইসরায়েলের হামলার কথা জানিয়েছে হামাসও।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

গাজায় নিহত বেড়ে ৮৩০৬
ইসরায়েলি বাহিনীর নির্বিচার হামলায় গত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় নিহত হয়েছেন আরও ৯৩ জন। এ নিয়ে ৭ অক্টোবর থেকে চলা হামলায় ৮ হাজার ৩০৬ জন নিহত হয়েছেন। যার মধ্যে ৩ হাজার ৪৫৭টিই শিশু। এ ছাড়া ২ হাজার ১৩৬ নারী ও ৪৮০ জন প্রবীণ ব্যক্তি নিহত হয়েছেন। হামলায় ২১ হাজার ৪৮ জন আহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন ১ হাজার ৯৫০ জন। এর মধ্যে ১ হাজার ৫০টি শিশু রয়েছে।

গাজায় ইসরায়েলি হামলায় ১২৪ চিকিৎসাকর্মী নিহত

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গাজায় ৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১২৪ চিকিৎসাকর্মী নিহত হয়েছে। এছাড়াও ২৫টি অ্যাম্বুলেন্স অকার্যকর হয়ে পড়েছে। ইসরায়েলের হামলায় গাজার ৩২ চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে। যাদের প্রত্যেকটির সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে।

হাসপাতালে হামলার হুমকি অব্যাহত
গাজার আল-কুদস হাসপাতাল খালি করে দিতে বলছে ইসরায়েল। অন্যথায় সেখানে হামলা চালানো হতে পারে বলে হুমকি দিয়ে যাচ্ছে ইসরায়েলি সেনাবাহিনী। এ কারণে হাসপাতাল খালি করতে বলেছে তারা। তবে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এ মুহূর্তে কোনো রোগীকে স্থানান্তর করা সম্ভব নয়। ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হাসপাতালের আশপাশে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল।

সেভ দ্য চিলড্রেনের দেওয়া পরিসংখ্যান

৭ অক্টোবর থেকে চালানো ইসরায়েলি হামলায় অন্তত ৩ হাজার ১৯৫ শিশু নিহত হয়েছে। ২০১৯ সালে পর থেকে এ পর্যন্ত সংঘাতে বিশ্বে প্রাণ হারানো শিশুর তুলনায়ও যা অনেকটা বেশি। এছাড়া এক হাজার শিশু এখনো নিখোঁজ রয়েছে। যাদের অধিকাংশই ধ্বংসস্তুপে চাপা পড়ে আছে বলে ধারণা করা হচ্ছে।

পশ্চিম তীরেও এই সময় চালানো ইসরায়েলি হামলায় ৩৩ শিশু মারা গেছে। আর ইসরায়েলে হামাসের আক্রমণে নিহত হয়েছে ২৯ শিশু।

হামাসের ৬০০ স্থাপনায় ইসরায়েলের হামলা
রাতভর গাজায় বোমাবর্ষণ করেছে ইসরায়েল। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, গত রাতে হামাসের ৬০০টি স্থাপনায় হামলা করেছে তারা। আগের দিন হামাসের ৪৫০ স্থাপনা লক্ষ্য করে বোমা হামলা চালিয়েছিল ইসরায়েল।

গাজায় ইসরায়েলি হামলায় ৪৭ মসজিদ ও ৭ গির্জা ধ্বংস

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় একটি ঐতিহাসিক মসজিদ ও গ্রিক অর্থোডক্স গির্জায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গত ৭ অক্টোবর থেকে শুরু হওয়া সংঘাতের পর থেকে এখন পর্যন্ত গাঁজায়। ৪৭টি মসজিদ ও ৭টি গির্জা ধ্বংস হয়েছে। এদিকে গাজার মিডিয়া অফিস জানিয়েছে, যে গত তিন সপ্তাহে ইসরায়েলি হামলায় অন্তত ২০৩টি স্কুল এবং ৮০টি সরকারি অফিস পুরোপুরি ধ্বংস হয়েছে।

পানির তীব্র সংকট
যুদ্ধবিদ্ধস্ত গাজায় সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এর ফলে পানিবাহিত রোগ ছড়িয়ে পড়েছে ও ত্বকে নানা সমস্যা দেখা দিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় গতকাল রোববার ৩০টি ত্রাণবাহী ট্রাক প্রবেশ করেছে।

ইহুদিদের সুরক্ষায় রাশিয়ার প্রতি আহ্বান ইসরায়েলের
নিজেদের নাগরিক ও ইহুদিদের সুরক্ষা দিতে রাশিয়ার প্রতি আহ্বান জানিয়েছে ইসরায়েল। সম্প্রতি রাশিয়ায় ইসরায়েলবিরোধী বিশাল বিক্ষোভ হয়। এতে ইহুদিবিরোধী স্লোগান দেন বিক্ষোভকারীরা। ওই ঘটনায় ৬০ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে রাশিয়ার বার্তা সংস্থা।

ইসরায়েলে বিশেষ বাহিনী পাঠাল কানাডা

যুক্তরাষ্ট্রের পর কানাডা এবার দখলদার ইসরায়েলের জন্য বিশেষ বাহিনী পাঠিয়েছে। কানাডার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই খবরের সত্যতা স্বীকার করে বলেছে, তাদের বিশেষ বাহিনী জরুরি পরিকল্পনা বাস্তবায়ন ও দূতাবাসের লোকজনকে সহযোগিতা করতে বর্তমানে ইসরায়েলে অবস্থান করছে। কানাডার বিশেষ ফোর্সের ৩০০ সদস্য এই অঞ্চলে অবস্থান করছে।

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র চান অস্ট্রেলিয়ার সাবেক ৬ প্রধানমন্ত্রী

এবার অস্ট্রেলিয়ার সাবেক ছয় প্রধানমন্ত্রী স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে মত দিয়েছেন। ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানে দ্বি-রাষ্ট্রের বিকল্প নেই জানিয়ে সোমবার এক যৌথ বিবৃতি এমনটা দাবি করা হয়েছে।

বিবৃতিতে সই করেন অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জন হাওয়ার্ড, কেভিন রুড, জুলিয়া গিলার্ড, টনি অ্যাবট, ম্যালকম টার্নবুল এবং স্কট মরিসন। তবে দেশটির সাবেক প্রধানমন্ত্রী পল কিটিং বিবৃতিতে সই করেননি।

ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন অ্যাঞ্জেলিনা জোলি

অসহায় ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালেন হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। তিনি গাজা উপত্যকায় ইসরায়েলের বর্বর হামলার নিন্দা জানিয়েছেন। একই সাথে গাজায় যুদ্ধবিরতির জন্য সাহায্যের আহ্বান জানিয়েছেন জোলি।

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে অস্কার বিজয়ী এই অভিনেত্রী বলেন, ইসরায়েলে যা ঘটেছে তা সন্ত্রাসী কর্মকাণ্ড। কিন্তু এ কারণে গাজার বেসামরিক জনসংখ্যার ওপর বোমাবর্ষণ ন্যায্যতা পায় না।

ইসরায়েল বা গাজায় সেনা পাঠানোর পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের

ইসরায়েল-গাজায় চলমান পরিস্থিতি নিয়ে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজে ‘৬০ মিনিট ওভারটাইম’ শোতে সাক্ষাৎকার দিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন এই অঞ্চলে সেনা মোতায়েনের কোনো পরিকল্পনা নেই যুক্তরাষ্ট্রের।

কাতারের সব খবর সরাসরি হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

আরও পড়ুন:

Loading...
,