একাই ৩৩ আসনে লড়বেন ইমরান

পিটিআই ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দেবে না ইঙ্গিত করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি বলেন, ‘আমরা উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

চলতি বছরের মার্চে পাকিস্তানের জাতীয় পরিষদের (এনএ) ৩৩টি আসনের উপনির্বাচনে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে রোববার জানিয়েছেন তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশি।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম দি এক্সপ্রেস ট্রিবিউনের প্রতিবেদনে বলা হয়, ৩৩টি আসনে ১৬ মার্চ নির্বাচন হবে বলে শুক্রবার জানায় পাকিস্তানের নির্বাচন কমিশন (ইসিপি)।

এনএর স্পিকার রাজা পারভেজ আশরাফ পিটিআই আইনপ্রণেতাদের পদত্যাগপত্র গ্রহণ করায় আসনগুলো শূন্য ঘোষণা করা হয়েছিল।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

কুরেশির আগে চলতি মাসেই ৩৩ আসনে ইমরানের প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছার কথা জানিয়েছিলেন পিটিআইয়ের আরেক নেতা ফাওয়াদ চৌধুরী।

গত ১৭ জানুয়ারি এক টুইটে ফাওয়াদ লিখেছিলেন, ‘তেহরিক-ই-ইনসাফ সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং এ ৩৩টি আসনে তেহরিক-ই-ইনসাফের প্রার্থী হবেন ইমরান খান।’

ইসলামাবাদে পিটিআই নেতা আসাদ উমরকে পাশে নিয়ে সংবাদ সম্মেলনে অনেক আসনে ইমরানের প্রার্থিতা নিয়ে ফের ঘোষণা দেন কুরেশি। এর আগে ইমরানের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন পিটিআইয়ের মূল ও পার্লামেন্টারি কমিটির নেতারা।

পিটিআই ফাঁকা মাঠে কাউকে গোল দিতে দেবে না ইঙ্গিত করে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘আমরা উপনির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছি এবং ইমরান খান সব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

আরো পড়ুন

NewsBangla24

Loading...
,