এখন থেকে সপ্তাহে ৭ দিনই খোলা হামাদ পোর্ট সেন্টার

কাতার পোর্ট ম্যানেজমেন্ট কোম্পানি জানিয়েছে, এখন থেকে সপ্তাহের প্রতিদিনই খোলা থাকবে হামাদ পোর্ট ভিজিটর সেন্টার।
কাতারের এই বিনোদনকেন্দ্রে ঈদুল আজহার বন্ধে রেকর্ডসংখ্যক দর্শনার্থী ঘুরতে গেছেন।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
ওয়েবসাইট অনুসারে, এখন থেকে কেন্দ্রটি খোলা থাকবে নিচের সময়সূচী অনুসারে-
শনি-বৃহস্পতি: সকাল ৮টা থেকে সন্ধ্যা ৭টা।
শুক্রবার: বেলা ১টা থেকে সন্ধ্যা ৭টা।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
কিভাবে যাবেন?
ওয়েবসাইট থেকে প্রথমে আপনাকে বুক করতে হবে। এর আগে রেজিস্টার বাটনে ক্লিক করে অ্যাকাউন্ট খুলে নিতে হবে।
টিকেটের দাম
১৩ বছর বা এর উপরে হলে ৫০ কাতারি রিয়াল, ১৩ বছরের নিচে হলে ৩০ কাতারি রিয়াল।
গত বছরের নভেম্বর মাসে উদ্বোধন করা এই বিনোদন কেন্দ্রটিতে গেলে দেখা যাবে কাতারের সামুদ্রিক ইতিহাস এবং নানা অর্জন।
এতে আছে দেশটির প্রথম সামুদ্রিক অ্যাকুরিয়াম, একটি মেরিটাইম জাদুঘর, 4D সিনেমা হলসহ আরও অনেক কিছু।
আরো পড়ুন
The Peninsula
