কাতারে পাঁচ দিনের হোম কোয়ারেন্টাইন: সবুজ দেশের নতুন তালিকায় ৩০ দেশ

কাতারে আসার পর কোন দেশের লোকদেরকে কয়দিনের জন্য কোয়ারেন্টাইনে থাকতে হবে, সেটি ঠিক করার জন্য বিশ্বের সব দেশকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।  এর মধ্যে সবুজ রঙের তালিকাভুক্ত দেশগুলোর টিকা না নেওয়া যাত্রীদেরকে কাতারে আসার পর পাঁচ দিনের জন্য হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

করোনা মহামারি প্রতিরোধে বিশ্বে এগিয়ে থাকা মধ্যপ্রাচ্যের ছোট দেশ কাতার।  কাতারের স্বাস্থ্য মন্ত্রণালয় নতুন করে সবুজ তালিকায় মোট ৩০টি দেশর নাম অন্তর্ভুক্ত করেছে।

সোমবার (১২ জুলাই) থেকে টিকা না নেওয়া সবুজ তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক ও অধিবাসীরা কাতারে আসার পর পাঁচ দিনের হোম কোয়ারেন্টাইনে যেতে হবে।  চতুর্থদিনে তাদের পিসিআর পরীক্ষা দিতে হবে।

  1. • Australia
  2. • Austria
  3. • Azerbaijan
  4. • Brunei Darussalam
  5. • Bulgaria
  6. • Canada
  7. • China
  8. • Czechia
  9. • Estonia
  10. • Ethiopia
  11. • Finland
  12. • France
  13. • Germany
  14. • Hungary
  15. • Iceland
  16. • Italy
  17. • Japan
  18. • Lithuania
  19. • Luxembourg
  20. • Malta
  21. • New Zealand
  22. • North Macedonia
  23. • Norway
  24. • Poland
  25. • Romania
  26. • Senegal
  27. • Serbia
  28. • Singapore
  29. • Slovakia
  30. • South Korea

তবে কাতারে আসার ৭২ ঘন্টা আগে করা করোনা টেস্টের পর সেটির নেগেটিভ সনদ সাথে রাখতে হবে।

অন্যদিকে, হলুদ তালিকাভুক্ত দেশগুলো থেকে কাতারে আসার পর সাত দিনের জন্য হোটেল কোয়ারেন্টাইনে যেতে হবে যদি করোনার টিকা দেওয়া না থাকে।  আসার পর ষষ্ঠ দিনে কাতারে করোনা টেস্ট করাতে হবে।

লাল তালিকাভুক্ত দেশগুলোর নাগরিক ও অধিবাসীদের মধ্যে যারা টিকা পাননি, তাদের বেলায় কাতারে আসার পর অবশ্যই দশ দিনের জন্য হোটেল কোয়ারেন্টাইনে যেতে হবে।  আর নবম দিনে কাতারে করোনা টেস্ট হবে।

কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গিয়ে হলুদ ও লাল এবং সবুজ তালিকাভুক্ত দেশগুলোর সর্বশেষ আপডেট পাওয়া যাবে।

এখন থেকে বিশ্বের যে কোনো দেশ থেকে কাতারে আসার কমপক্ষে ১৪ দিন আগে কাতারে অনুমোদিত যেকোন টিকার দুই ডোজ নেওয়া ব্যক্তিরা কোয়ারেন্টাইনে থাকা লাগবে না।  কাতারে অনুমোদিত টিকাগুলো হলো: ফাইজার / বায়োএনটেক, মডার্না, অক্সফোর্ড / অ্যাস্ট্রাজেনেকা, জনসন এন্ড জনসন এবং সিনোফার্ম।

Loading...
,