কাতারের অর্থমন্ত্রীকে গ্রেফতারের আদেশ
কাতারের অর্থমন্ত্রী আলি শরিফ আলইমাদিকে গ্রেফতার করার নির্দেশ দিয়েছে পাবলিক প্রসিকিউশন। আজ ৬ মে বৃহস্পতিবার দুপুরে এই নির্দেশ জানানো হয়।
নির্দেশনায় বলা হয়, অর্থমন্ত্রী আলি শরিফ আলইমাদিকে আটকের পর বিভিন্ন বিষয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে।
অর্থমন্ত্রীর বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে ক্ষমতার অপব্যবহার এবং অবৈধভাবে প্রভাব খাটানোর অভিযোগ পাওয়া গেছে।

পাবলিক প্রসিকিউশন জানায়, এসব বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগের তদন্ত ও জিজ্ঞাসাবাদের স্বার্থে অর্থমন্ত্রী আলী শরিফ আলইমাদিকে আটক করার আদেশ জারি করা হলো।
২০১৩ সাল থেকে তিনি কাতারের অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। এর আগে ২০০৫ সাল থেকে তিনি কাতার ন্যাশনাল ব্যাংকের সিইও ছিলেন।
অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি এখন তিনি কিউএনবির বোর্ড অব ডাইরেক্টরসের চেয়ারম্যান এবং কাতার এয়ারওয়েজ এক্সিকিউটিভ বোর্ড- এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন।
