কাতারের কাছ থেকে এলএনজি কিনবে চীন

চীনের রাষ্ট্রীয় নিয়ন্ত্রিত কোম্পানির সঙ্গে বড় ধরনের গ্যাস সরবরাহ চুক্তি করতে চলেছে মধ্য প্রাচ্যের দেশ কাতার। মঙ্গলবার (২০ জুন) দেশ দুটি ২৭ বছর মেয়াদি এই চুক্তি সই করবে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
চুক্তি স্বাক্ষরিত হলে প্রতিবছর কাতার থেকে প্রায় ৪০ লাখ মেট্রিক টন তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কিনবে চীন। কাতারের জন্য এটি দ্বিতীয় বৃহত্তম গ্যাস চুক্তি।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন
চীনা ন্যাশনাল পেট্রোলিয়াম করপোরেশন (সিএনপিসি) ও কাতার এনার্জি নামক দুই প্রতিষ্ঠানের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হবে বলে প্রতিবেদনে জানিয়েছে রয়টার্স।
এছাড়া কাতারের নর্থ ফিল্ড এলএনজি প্রকল্পের পূর্বাঞ্চলীয় সম্প্রসারণের অংশীদারিত্বেও থাকবে চীনা কোম্পানিটি। এখান থেকেও বছরে প্রায় ৮০ লাখ টন এলএনজি পাবে সিএনপিসি।
কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন
তবে চুক্তি নিয়ে তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে সিএনপিসি ও কাতার এনার্জি।
বিশ্বের শীর্ষ এলএনজি রফতানিকারক দেশ কাতার। ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার কাছ থেকে গ্যাস আমদানি বন্ধ করতে উদ্যোগী হয়েছে অনেক দেশ।
এ কারণে কাতারের গ্যাসের চাহিদা বিশেষ করে ইউরোপীয় দেশগুলোতে আরও বেড়ে গেছে।
আরো পড়ুন
BanglaTribune
