কাতারের দোহায় আগুনে প্রাণ গেল চার প্রবাসীর

কাতারের রাজধানী দোহায় একটি বাইকের গ্যারেজে আগুনের ঘটনায় প্রাণ গেছে চার বাংলাদেশিসহ ছয় অভিবাসীর।

স্থানীয় সময় রবিবার (৫ নভেম্বর) রাতে দোহার ফিরোজ আব্দুল আজিজ এলাকায় বি রিং রোডে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে তা ছড়িয়ে পড়ে পাশের একটি ভবনেও।

কাতার এয়ারওয়েজে চাকরির খবর দেখতে এখানে ক্লিক করুন

নিহত চার বাংলাদেশিদের মধ্যে দুজনের বাড়ি ফেনীতে। আরেকজনের বাড়ি চাঁদপুরে। বাকি একজনেরর পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত বাকি দুজন পাকিস্তানি নাগরিক।

ফেনীর নিহতরা হলেন, পৌরসভার ৭নং ওয়ার্ডের মোহাম্মদ মাহফুজুর রহমান ও দাগনভুইয়া উপজেলার জয়লস্কর ইউনিয়নের সোনাপুর গ্রামের আবুল খায়েরের ছেলে মীর হোসেন ফরহাদ।

মোহাম্মদ মাহফুজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেন ফেনী পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সেলর বাহার মিয়া।

কাতারে বিভিন্ন কোম্পানিতে নতুন চাকরির খবর

জয়লস্কর ইউনিয়নের চেয়ারম্যান মামুনুর বশীদ মিলন বলেন, কাতারের দোহায় একটি গাড়ির গ্যারেজে আগুনে মীর হোসেন ফরহাদের মৃত্যু হয়।

আরেকজন চাঁদপুরের কচুয়ার প্রবাসী মো. আব্দুল কাদের (৩৮)। তিনি দারাশাহী তুলপাই গ্রামের মো. আলী হোসেনের ছেলে।

জানা যায়, ছুটি শেষে প্রায় ২ বছর আগে আব্দুল কাদের কাতারে পারি জমান। রোববার রাতে তার ফোরম্যানের সঙ্গে দেখা করতে ওই এলাকার একটি গ্যারেজে গেলে তিনি অগ্নিকাণ্ডের শিকার হন। 

নিহত আব্দুল কাদেরের স্ত্রী রানু বেগম দুই মেয়ে ও এক ছেলে নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

আরও পড়ুন

দেশ রূপান্তর

Loading...
,