কাতার![]()

কাতারের বন্দরে সবচেয়ে বড় জাহাজ
কাতারের সমুদ্র বন্দর হামাদ বন্দরে বৃহস্পতিবার সকালে এসে পৌঁছেছে কন্টেইনারবাহী সুবিশাল জাহাজ APL TEMASEK.
বন্দর কর্তৃপক্ষ বলছে, এটি কাতারের হামাদ বন্দর চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত আসা জাহাজগুলোর মধ্যে সবচেয়ে বড় জাহাজ।
এই জাহাজে মোট ১৭ হাজার ২৯২টি কন্টেইনার রয়েছে। আকারে এটি ৩৯৭.৮৮ মিটার লম্বা।

কাতারে দিনদিন সমুদ্র বাণিজ্য বেশ জোরালো হচ্ছে। ফলে বন্দরে প্রতিদিনই ভিড় ভিড় করছে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পণ্যবাহী জাহাজ।
