কাতারের রাস্তায় স্কুটারের নতুন বিপদ

কাতারের রাজধানী দোহাসহ বিভিন্ন এলাকার রাস্তায় ই-স্কুটারের বিস্তার বেড়েছে। এসব স্কুটারের ব্যবহারকারীদের বেপরোয়া চালনা চালক এবং অন্যান্য গাড়িচালকদের জন্য বিপদ ডেকে আনছে। স্থানীয় এক সংবাদ মাধ্যমে বেশ কয়েকজন নাগরিক এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি কাতারে ই-স্কুটারের ব্যবহার ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। মূল রাস্তা থেকে শুরু করে আবাসিক এলাকাগুলোতেও এর উল্লেখযোগ্য বিস্তার লক্ষ্য করা যাচ্ছে।
অনেকে এটাকে শখ হিসেবে বেছে নিয়েছেন। হেলমেটসহ গুরুত্বপূর্ণ প্রতিরক্ষামূলক ব্যবস্থা ছাড়াই এসব যানবাহন চালাচ্ছেন ব্যবহাকারীরা।

কাতারের নাগরিকরা ই-স্কুটারের ব্যবহার বেড়ে যাওয়ার প্রেক্ষিতে মানুষের জীবন রক্ষায় বিশেষ আইনের আহ্বান জানিয়েছেন। যেমন প্রধান সড়কে এগুলোর ব্যবহার নিষিদ্ধ করা, ই-স্কুটারের জন্য আলাদা লেন তৈরি করা এবং সবচেয়ে বড় কথা ১৮ বছরের কম বয়সী শিশুদের জন্য এগুলোর ব্যবহার নিষিদ্ধ করা।

কেউ কেউ বলেছেন, ই-স্কুটার যুবক এবং বৃদ্ধ সববয়সের জন্য বিপদজনক। এ ধরণের স্কুটারের গতি যেকোন সময় ভারসাম্য হারাতে পারে, ফলে মূল বিপদ এই গতিতে রয়ে গেছে।

Loading...
,