কাতারের সদ্যবিদায়ী অ্যাটর্নি জেনারেলকে আমিরের সম্মাননা

কাতারের সদ্যবিদায়ী অ্যাটর্নি জেনারেল ড. আলি বিন ফাতিস আলমাররিক সম্মাননা জানিয়েছেন আমির শেখ তামিম বিন হামাদ আলথানি। ২০ জুন রবিবার সকালে দিওয়ানে আমিরিতে তাঁকে হামাদ বিন খলিফা পদকে ভ‚ষিত করেন আমির।

আরও পড়ুন: কাতারে চাকরির খবর: মাল্টি ন্যাশনাল কোম্পানিতে বেশকিছু পদে নিয়োগ

আরও পড়ুন: কাতারে চাকরির খবর: সিকিউরিটি গার্ড ও পাইপ ফিটার কর্মী নিয়োগ

কাতারের অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে বিশেষ অবদানের জন্য আমির তাঁর প্রশংসা করেন। ২০০২ সাল থেকে তিনি পদে দায়িত্ব পালন করে আসছিলেন ড. আলমাররি।

ড. আলি বিন ফাতিস আলমাররি

সম্প্রতি কাতারের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক শ্রমমন্ত্রী ড. ইসা আলনুয়াইমি। কাতারের আমির এক আদেশে এই নতুন নিয়োগের অনুমোদন দেন।

Loading...
,