কাতারে অনুমোদিত করোনা টিকার তালিকা

বাংলাদেশ থেকে অনেক কাতার প্রবাসী টিকা নিয়ে কাতারে আসছেন। যেহেতু বাংলাদেশে এখন প্রবাসীদেরকে অগ্রাধিকার ভিত্তিতে টিকা দেওয়া হচ্ছে, তাই প্রবাসীরা এই সুযোগ পাচ্ছেন।

কাতারে নতুন নিয়ম অনুসারে, যারা কাতারের বাইরে অন্য কোনো দেশে করোনার টিকা গ্রহণ করেছেন,তারা কাতারে আসার পর হোটেল কোয়ারেন্টাইনের নিয়ম থেকে মুক্তি পাবেন। তবে শর্ত হলো, ওই টিকা কাতার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদিত হতে হবে।

কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় যেসব টিকা অনুমোদন করেছে, সেগুলোর তালিকা নিচে দেওয়া হলো

  • Pfizer BioNTech
  • Moderna
  • Astrazeneca
  • Janssen / Johnson & Johnson (এক ডোজ)
  • Sinopharm

এই পাঁচ কোম্পানির উৎপাদিত করোনা টিকা ছাড়া অন্য কোনো কোম্পানির টিকা দিয়ে কাতারে এলে কোয়ারেন্টাইন বাতিলের সুবিধা পাওয়া যাবে না। পাশাপাশি দ্বিতীয় ডোজ নেওয়ার পর কাতারে আসার আগে দু সপ্তাহ পার হতে হবে।

আরও বিস্তারিত পড়ুন: কাতারে কোয়ারেন্টাইন প্রত্যাহার হলেও মানতে হবে নতুন নিয়ম

কাতারের আরও খবর

Loading...
,