কাতারে অসহায় পরিবার ও শ্রমিকদের মধ্যে খাবার বিতরণের উদ্যোগ

কাতারে ওয়াকফ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই রমজানে ১ হাজার ৫০০ অসহায় পরিবার ও ২ হাজার ৫০০ শ্রমিকের মধ্যে প্রয়োজনীয় খাদ্য বিতরণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে কাতারে অনেক দুস্থ মানুষ বিশেষভাবে উপকৃত হবেন।

এর আগে আরও একবার ওয়াকফ মন্ত্রণালয়ের পক্ষ থেকে দুস্থ পরিবার ও বিদেশি শ্রমিকদের মধ্যে খাবার বিতরণ করা হয়।  এই প্রকল্পে সহযোগিতার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগ।

মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পবিত্র রমজান মাসে প্রয়োজনীয়তা বাড়ে এমন খাবার বিতরণ করা হবে এই উদ্যোগের আওতায়।

Loading...
,