কাতারে আজ রবিবার যেসব সড়কে ভ্রাম্যমাণ ট্রাফিক ক্যামেরা থাকছে

কাতারে সড়ক দুর্ঘটনা কমাতে নানারকম পদক্ষেপ নিচ্ছে ট্রাফিক পুলিশ। সম্প্রতি এসব উদ্যোগের অংশ হিসেবে বিভিন্ন সড়কে ভ্রাম্যমাণ রাডার ও ক্যামেরা স্থাপন করছে ট্রাফিক বিভাগ।
এসব সড়কে চলাচলকারী যানবাহন কোনো ট্রাফিক আইন অমান্য করলে তা ধরা পড়বে রাডারে। এই অমান্য করার দায়ে ট্রাফিক জরিমানার মুখোমুখি হবেন চালক।
আর তাই কোনো সড়কে রাডার বা ক্যামেরা নাই দেখে ইচ্ছেমতো গাড়ি চালানোর সুযোগ আর নেই। বরং ভ্রাম্যমাণ রাডার গাড়ির গতিবিধি কঠোরভাবে পর্যবেক্ষণ করছে।
আজ ২৩ জানুয়ারি রবিবার কাতারের যেসব সড়কে ভ্রাম্যমাণ রাডার থাকবে, সেগুলোর তালিকা দেখে নিন।
- গারাফা টানেল
- সিলিয়া রোড
- তারফা রোড
- লুসাইল রোড
- এফ রিং রোড
- সালওয়া-আবু সামরা রোড
- উকির রোড
- ছাবাহ আলআহমদ করিডোর
- ফুরুসিয়া রোড
- শিমাল রোড
- সিলাইন রোড
- দুখান রোড
- আলখারারা রোড
আজ যারা এসব সড়কে গাড়ি নিয়ে চলাচল করবেন, তারা অবশ্যই সাবধানে গাড়ি চালাবেন এবং নির্ধারিত গতিসীমা মেনে চলবেন।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, দ্রুতগতিতে গাড়ি চালানোর কারণে কাতারে প্রতিনিয়ত ট্রাফিক দুর্ঘটনা বাড়ছে। ফলে সবার নিরাপত্তার জন্য গতি নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই।
আজকের আরও খবর
