কাতার![]()
কাতারে আজ ৪৪৮ জনকে জরিমানা
কাতারে দিনভর ব্যাপক অভিযান চালিয়েছে পুলিশ। করোনার বিধি নিষেধ অমান্য করায় মোট ৪৪৮ জনকে জরিমানা করা হয়েছে।
২৯ আগষ্ট রবিবার কাতার পুলিশ জানায়, বিভিন্ন জায়গায় মাস্ক না পরার দায়ে ৩৮৩ জনের বিরুদ্ধে জরিমানার মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ আরও জানায়, গত ২৪ ঘন্টায় কাতারের বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৬০ জনকে জরিমানা করা হয়েছে। এছাড়া ঘরের বাইরে বের হওয়ার সময় মোবাইলে এহতেরাজ অ্যাপ না থাকায় ৫ জনকে জরিমানা করা হয়েছে।
কাতারে প্রতিদিনই করোনা সম্পর্কিত বিধিনিষেধ ভঙ্গের দায়ে বিভিন্ন জনকে জরিমানা করা হচ্ছে। ১৯৯০ সালের ১৭ নং আইন অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে|
