কাতারে আদালতের নিলামে ৩৪টি গাড়ি বিক্রি

কাতারে আদালতের পক্ষ থেকে ৩৪টি গাড়ি নিলামে বিক্রি করা হয়েছে। কাতার আদালত নিয়ন্ত্রক সংস্থা  সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের সর্বশেষ অনলাইন নিলামে ৯ লাখ ১৯ হাজার রিয়ালে মোট ৩৪টি গাড়ি বিক্রি করা হয়।

সুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলের পরিচালক ইউসুফ মোহাম্মদ আল-বাকির স্থানীয় আরবী দৈনিক আল-রায়াকে এই তথ্য দেন।  তিনি জানান, কোর্ট নিলাম অ্যাপের মাধ্যমে অনলাইন নিলামে মোট ৪০টি গাড়ি তোলা হয়।

এই নিলামে গাড়ি বিক্রির সময় প্রয়োজনীয় সব কাজ ও লেনদেন সম্পন্ন করার জন্য কাউকে আদালত বা ট্রাফিক বিভাগে যেতে হয়নি। খুব সহজ উপায়ে বিক্রির সব প্রক্রিয়া অ্যাপ্লিকেশন দিয়ে অনলাইন আবেদনের মাধ্যমে পরিচালিত হয়েছে।

গাড়ী বিক্রির প্রক্রিয়ার পর অর্থপ্রদান শেষে গাড়ির প্লেট নম্বর ও গাড়িগুলো স্বয়ংক্রিয়ভাবে ক্রেতার নিবন্ধিত হয়ে যায়।

Loading...
,