কাতারে ই-স্কুটার ব্যবহারে পুলিশের নির্দেশনা
কাতারের রাস্তায় নিজেদের ও অন্যদের নিরাপত্তা নিশ্চিত করতে ই-স্কুটার ব্যবহারকারীদের ট্রাফিক নিয়ম মেনে চলার আহবান জানানো হয়েছে।
কাতার ট্র্যাফিক সচেতনতা বিভাগের পরিচালক কর্নেল মুহাম্মদ রাদি আল হাজরি ই-স্কুটার ব্যবহারকারীদের এই অনুরোধ করেন।
কাতার রেডিতে প্রচারিত এক অনুষ্ঠানে আল হাজরি আরও বলেন, ই-স্কুটার ট্রাফিক নিয়ম প্রয়োগের ক্ষেত্রে মোটরসাইকেলের কাছাকাছি। দুটির মধ্যে পার্থক্য হলো মোটরসাইকেলের চালক সিটে বসে ড্রাইভিং করে আর ই-স্কুটারে ব্যবহারকারী দাঁড়িয়ে সেটি চালায়।
সুতরাং মোটরসাইকেলের চালকদের মতো ই-স্কুটার ব্যবহারকারীদের ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত।
আল হাজরি ই-স্কুটার চালকদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় সতর্কতা গ্রহণের সাথেসাথে হেলমেট ও ফসফরিক জ্যাকেট পরতে পরামর্শ দিয়েছেন।
ই-স্কুটার ব্যবহারকারীরা সড়কের পাশে বানানো সাইকেল ট্র্যাকগুলো ব্যবহার করতে হবে। ব্যবহারকারী ও অন্যদের সুরক্ষা নিশ্চিত করতে আশঘাল সারা দেশে দীর্ঘ সাইকেলের জন্য ট্র্যাক তৈরি করেছে।

