কাতারে ঈদের ছুটিতে পান্ডা দেখতে গেলেন হাজারো মানুষ

কাতারের আলখোরে অবস্থিত পান্ডা হাউস পার্কে ঈদুল আজহার ছুটিতে প্রায় পাঁচ হাজার দর্শনার্থী ঘুরতে গেছেন, এমন তথ্য জানিয়েছে বালাদিয়া মন্ত্রণালয়। ফলে দেখা গেছে, প্রতিদিন গড়ে এ সংখ্যা ছিলো প্রায় দেড় হাজার।

দর্শনার্থীদের একটি বড় অংশ এসেছেন কাতারের আশপাশের দেশগুলো থেকে ।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে চাইলে এখানে ক্লিক করুন

একটি টুইটে বালাদিয়া মন্ত্রণালয় জানায়, গত ৭ মাস আগে পার্কটি খোলার পর থেকে প্রায় এক লাখ ২০ হাজার দর্শনার্থী এসেছেন সুহাইল ও থুরায়া নামের এই দুটি চীনা পান্ডা দেখতে।

চীনের সিচুয়ান প্রদেশ থেকে দুটি দৈত্যাকার পান্ডা কাতারে পৌঁছেছিল গত বছরের অক্টোবর মাসের ১৯, তারিখে। পরে তাদের নিয়ে রাখা হয় আল খোর ফ্যামিলি পার্ক সংলগ্ন বিশেষ বাড়িতে।

কাতারে চাকরি খুঁজছেন? এখানে ক্লিক করুন

কাতারই মধ্যপ্রাচ্যের প্রথম দেশ যেখানে এমন পান্ডা রয়েছে।

পান্ডা হাউস পার্কে রয়েছে একটি ৩৭ বর্গ-মিটার প্ল্যান্ট ম্যুরাল, গ্যালারি এডুকেশন রুম, গিফট শপ, ক্যাফে, ভেটেরিনারি ক্লিনিক এবং দর্শনার্থীদের জন্য একটি প্রেয়ার রুম।

পার্কে যেতে হলে আপনার আইওএস বা অ্যান্ড্রয়েড ফোনে Oun অ্যাপের মাধ্যমে আপনার টিকিট বুক করতে হবে।

আরো পড়ুন

The Peninsula

Loading...
,