কাতারে ঈদের ছুটিতে বিভিন্ন পার্কে দর্শনার্থীদের ব্যাপক আগমন

কাতারে ঈদুল ফিতরের ছুটিতে বিভিন্ন পার্কগুলোতে ১ লাখ ৩১ হাজার ৯৬১ জন দর্শনার্থী এসেছেন বলে জানিয়েছে বালাদিয়া মন্ত্রণালয়।
এর মধ্যে দোহায় অবস্থিত পাবলিক পার্কগুলোতে সবচেয়ে বেশি সংখ্যক দর্শনার্থী এসেছেন। দোহার পাবলিক পার্কগুলোতে ঈদুল ফিতরের ছুটিতে ৫০ হাজার দর্শনার্থীর সমাগম হয়েছিলো।
দোহার পার্কগুলো পর সবচেয়ে বেশি সংখ্যক দর্শনার্থী এসেছে কাতারের আল রাইয়ানের পার্কগুলোতে। আল রাইয়ানের পার্কগুলোতে ৩৫ হাজার ৫০০ দর্শনার্থীর সমাগম হয়েছিলো।
অফিসিয়াল সামাজিক যোগাযোগ মাধ্যমে এই সংক্রান্ত বিস্তারিত পরিসংখ্যান প্রকাশ করেছে মন্ত্রণালয়।
আল খোর ও আল তাখিরার পাবলিক পার্কগুলোতে ঈদুল ফিতরের ছুটিতে ৩০ হাজার ৮৩১ জন দর্শনার্থী এসেছে।
আল ওয়াকরা ও আল শামালের পাবলিক পার্কগুলোতে যথাক্রমে ৬ হাজার ৩৫০ ও ৩ হাজার ৬০০ জন দর্শনার্থী এসেছে। উম সালালের পাবলিক পার্কগুলোতে ১ হাজার ৬০০ জন ও আল শাহানিয়ার পাবলিক পার্কগুলোতে ১ হাজার ২৫০ জন দর্শনার্থী এসেছে।
বালাদিয়া মন্ত্রণালয় ঈদুল ফিতরের সময় দর্শনার্থীদের স্বাগত জানাতে পাবলিক পার্ক বিভাগের মাধ্যমে দেশের সব পাবলিক পার্কগুলো প্রস্তুত করেছিলো।
বর্তমানে কাতারের পাবলিক পার্কগুলো ছুটির দিনে বিশেষ করে সপ্তাহান্তে কাতারের অধিবাসী ও পরিবারগুলোর প্রধান পিকনিকের জায়গা হয়ে উঠেছে।
গালফ বাংলার হোয়াটসঅ্যাপে এড হোন এখানে ক্লিক করে
আজকের আরও খবর
গালফ বাংলা
