কাতারে ঋণগ্রস্তদের জন্য আমির শেখ তামিমের যে গোপন দানে অবাক সবাই

পবিত্র রমজানের প্রথম প্রহরে হঠাৎই কাতার চ্যারিটি এক বিবৃতিতে ঘোষণা দিল, আল্লাহর অশেষ রহমতে আমাদের কল্যাণ তহবিলে আমরা দুই শ মিলিয়ন (২০ কোটি) রিয়াল পেয়েছি।

এই অর্থ দিয়ে কাতারে ঋণগ্রস্তদের ধারদেনা শোধ করা হবে। যাতে করে এই ঋণের দুর্দশা থেকে মুক্তি পান ঋণগ্রস্তরা।
তবে ২০ কোটি রিয়ালের এমন দানের ঘোষণায় কোনো দাতার নাম উল্লেখ করা হয়নি কাতার চ্যারিটির বিবৃতিতে।
কিন্তু পরক্ষণেই সবাই বুঝে যায়, কে এই মহান দাতা? নিশ্চিতভাবেই তিনি কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানি।

কারণ, এর আগেও প্রতি রমজানে তিনি নিজের নাম গোপন রেখে এমন মোটা অঙ্কের অর্থ পাঠিয়ে দিতেন দাতাসংস্থার কল্যাণ তহবিলে।
আরও পড়ুন: কাতারে তিন মাসে ৯৩টি মোটর সাইকেল দুর্ঘটনা
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির এমন মহানুভবতায় মুগ্ধ কাতারবাসী। এই দানের অর্থে এখন হাসি ফুটবে অনেক ঋণগ্রস্তের মুখে।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আলথানির জন্য তাই দুআ ও প্রশংসায় ভাসছে টুইটারসহ অন্যান্য সামাজিক মাধ্যম।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপ গ্রুপে পেতে এখানে ক্লিক করে যুক্ত হোন গালফ বাংলা গ্রুপে
কাতার বিশ্বকাপ নিয়ে গুরুত্বপূর্ণ কিছু খবর
