কাতারে একদিনে সাড়ে তিন শতাধিক মানুষকে জরিমানা

কাতারে রবিবার সারাদিন বিভিন্ন জায়গায় মাস্ক না পরার দায়ে আর্থিক জরিমানার শিকার হয়েছেন ৩৩২ জন। রবিবার রাতে কাতার পুলিশ এক বিবৃতিতে এই তথ্য জানায়।

পুলিশ জানায়, রবিবার কাতারের বিভিন্ন জায়গায় সামাজিক দূরত্ব বজায় না রাখায় ৩৩ জনকে জরিমানা করা হয়েছে। কাতারে বর্তমান বিধিনিষেধে একই জায়গায় একাধিক মানুষের ভিড় নিষিদ্ধ।

এছাড়া একসঙ্গে বেশি মানুষের উপস্থিতির কারণে ১১ জনকে আর্থিক দন্ড দেওয়া হয়। আর মোবাইলে এহতেরাজ অ্যাপ না থাকায় জরিমানা করা হয় চারজনকে।

চালকসহ একই গাড়িতে চারজনের বেশি থাকায় ৩ জনের বিরুদ্ধে স্বাস্থ্য আইনে মামলা দায়ের করা হয়েছে রবিবার।

কাতারে প্রতিদিনই করোনা সম্পর্কিত বিধিনিষেধ ভঙ্গের দায়ে বিভিন্ন জনকে জরিমানা করা হচ্ছে। ১৯৯০ সালের ১৭ নং আইন অনুসারে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

Loading...
,