কাতারে এখন থেকে চেক বাউন্স মামলা করা যাবে মিতরাশ টুতে

কাতারে দিনদিন সহজ হচ্ছে আইনি সেবা। এরই ধারাবাহিকতায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মোবাইল অ্যাপ মিতরাশ টুতে যুক্ত হয়েছে নতুন সেবা।
কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে চেক বাউন্স হলে তা মিতরাশ টুতে সহজেই পুলিশকে জানানো যাবে। এর ফলে কাউকে থানায় যেতে হবে না।
কেউ চেক প্রতারণার শিকার হলে তিনি মিতরাশ টুতে মামলা দায়ের করতে পারবেন। এ সময় উল্লেখ করতে হবে, চেকটি ব্যক্তিগত ছিল নাকি বাণিজ্যিক ছিল।
আর যে ব্যাংকে চেকটি বাউন্সড হয়েছে, সেই ব্যাংকে সবচেয়ে কাছে যে থানা অবস্থিত, সেটি বাছাই করতে হবে।
মিতরাশ টুতে এই সেবার মাধ্যমে ব্যক্তি যেমন চেক নিয়ে মামলা করতে পারবেন, ঠিক বিভিন্ন কোম্পানিও এভাবে মামলা করার সুযোগ পাবেন।
কাতারে চেক প্রতারণা মামলায় কঠোর সাজার বিধান রয়েছে। এ ধরণের মামলায় পুলিশ তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে থাকে।
আরও পড়ুন
