কাতারে করোনার টিকাপ্রাপ্তদের কেউ আক্রান্ত হয়ে মারা যাননি

কাতারে করোনাভাইরাসের টিকা মানুষকে শক্তিশালী সুরক্ষা দিয়ে অসুস্থতা থেকে নিরাপদ রাখছে। এ ব্যাপারে স্পষ্ট প্রমাণ রয়েছে বলে দাবি করেছেন হামাদ মেডিকেলের সংক্রমিত রোগ কেন্দ্রের মেডিকেল পরিচালক ডা. মুনা আল মাসলামানি।

তিনি বলেন, দুই ডোজ টিকা প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে কাতারে করোনাভাইরাসে কারও মৃত্যু হয়নি।

কাতারে ২০২১ সালের ১ জানুয়ারির পর থেকে এখন পর্যন্ত ১২ হাজার ২৪৯ জন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে করোনার দুই ডোজ টিকা গ্রহণকারী ছিলেন। মাত্র ১৯৭ জন। এর মানে দুই ডোজ টিকা নেওয়া মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালের ভর্তির হার মাত্র ১.৬ ভাগ।

কাতারে দুই ডোজ টিকাপ্রাপ্ত মানুষের তুলনায় টিকা পাননি, এমন মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সম্ভাবনা ৬১ গুণ বেশি।

অনেকগুলো ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সংক্রমণ রোধে ফাইজার, বায়োএনটেক ও মডার্নার টিকাগুলো প্রায় ৯৫ শতাংশ কার্যকর ভূমিকা পালন করছে।

তবে এর মানে এই নয় যে টিকাপ্রাপ্ত মানুষকে ভাইরাস সংক্রমণ করতে পারে না। বরং টিকাপ্রাপ্ত মানুষ করোনাভাইরাসের গুরুতর লক্ষণগুলোর বিকাশ বা মারাত্মক অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা খুব কম।

কাতারের আরও খবর

Loading...
,