কাতারে করোনায় আজ ৭ জনের মৃত্যু
কাতারে নতুন করে গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্তদের মধ্যে ৭ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত কাতারে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা ৪৬৫ জন। শনিবার কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।
তবে সবমিলিয়ে কাতারে করোনা পরিস্থিতির অবনতি হ্রাস পেয়েছে। গত ২৪ ঘন্টায় আক্রান্ত ব্যক্তির চেয়ে সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা বেশি হওয়ায় ধীরে ধীরে আশার আলো দেখছে কাতারবাসী।
গত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৫০ জন। বর্তমানে কাতারে মোট আক্রান্ত রয়েছে ১৪ হাজার ৭৬৬ জন।
করোনার নতুন সংক্রমণ ঠেকাতে ব্যাপকহারে চলছে করোনার টিকাদান কার্যক্রম। গত ২৪ ঘন্টায় ২২ হাজার ৭৯৯ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট ১৫ লাখ ৭ হাজার ৯০২ ডোজ টিকা বিতরণ করেছ।
কাতারে গত ২৪ ঘন্টায় ১১ হাজার ২০৫ জনের করোনা টেস্ট করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট ১৯ লাখ ১০ হাজার ৭১ জনের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করেছে।
অন্যদিকে গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৫২৭ জন। ফলে কাতারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ১৯০৮৭১৭ জনে পৌঁছালো।
কাতারে করোনাজনিত কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৮২১ জন। আইসিইউতে রয়েছেন ৩৬৪ জন।
