কাতারে করোনা পরিস্থিতির উন্নতি

কাতারে করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসছে। গত ২৪ ঘন্টায় বেড়েছে সুস্থতার হার, কমেছে নতুন আক্রান্তের সংখ্যা।
আজ শুক্রবার কাতার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘন্টায় কাতারে বসবাসরতদের মধ্যে আক্রান্ত হয়েছেন ২ হাজার ৭৭২ জন। আর বিদেশফেরতদের মধ্যে আক্রান্তের সংখ্যা ৪৩২ জন।
এখন সব মিলিয়ে কাতারে মোট আক্রান্তের সংখ্যা ৪০ হাজার ৮৩২ জন।
তবে ধীরে ধীরে সুস্থতার হার বাড়ছে। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন ৪ হাজার ৭২ জন। ফলে কাতারে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর মোট সুস্থ ব্যক্তির সংখ্যা ২৭ লাখ ৫ হাজার ৮১৩ জন।
কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ আরও জানায়, গত ২৪ ঘন্টায় নতুন করে কারও মৃত্যু হয়নি। এখন পর্যন্ত কাতারে করোনায় মৃত্যুবরণকারী ব্যক্তির সংখ্যা ৬৩২।
নিয়মিত কাতারের আপডেট পেতে যুক্ত হোন গালফ বাংলার হোয়াটসঅ্যাপ গ্রুপের এই লিংকে ক্লিক করে
করোনার নতুন সংক্রমণ ঠেকাতে ব্যাপকহারে চলছে করোনার টিকাদান কার্যক্রম। গত ২৪ ঘন্টায় ৩৯ হাজার ৮০৮ জনকে করোনা টিকা দেওয়া হয়েছে।
এ নিয়ে এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট ৫৫ লাখ ৮৩ হাজার ৬৪৭ ডোজ টিকা বিতরণ করেছে। কাতারে বুস্টার ডোজ পেয়েছেন এমন ব্যক্তির সংখ্যা ৬ লাখ ৬ হাজার ৮৭৯ জন।
কাতারে গত ২৪ ঘন্টায় ২৯ হাজার ১৪ জনের করোনা টেস্ট করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত কাতার স্বাস্থ্য কর্তৃপক্ষ মোট ৩২ লাখ ৭৯ হাজার ২৪২ জনের স্বাস্থ্য নমুনা পরীক্ষা করেছে।
কাতারে করোনাজনিত কারণে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৫২২ জন। এঁদের মধ্যে আইসিইউতে রয়েছেন ১০৬ জন।
