অফার![]()





কাতারে ক্যারিফোরের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোবাইলে ৫ দিনের স্পেশাল অফার
কাতারে অন্যতম বড় চেইন হাইপার মার্কেট ক্যারিফোরের ২২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মোবাইল ও আইপ্যাডের উপর বিশেষ অফার দেওয়া হয়েছে।
এই অফারটি ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ০৪ অক্টোবর পর্যন্ত।
কাতারে ক্যারিফোরের সব শাখা এবং অনলাইনে এই অফার চলছে। ফলে আগ্রহী ক্রেতারা অনলাইনের পাশাপাশি সরাসরি গিয়েও এগুলো কিনতে পারবেন।
কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন
এই অফারে বিশেষ করে স্যামসাং S-22 Ultra, আইফোন-১৩ প্রো, হুয়াওয়ে Y9A, অপ্পো A96 মডেলের মোবাইল ও অ্যাপল আইপ্যাড-9 মডেলে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
অফারে কত দামে কী পাওয়া যাচ্ছে তা দেখে নিন বিস্তারিত।





কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর দেখুন এখানে ক্লিক করে
কাতারের আরও খবর
গালফ বাংলা
