কাতারে ক্যারিফোরে আইফোনসহ বিভিন্ন মোবাইলে বিশেষ অফার

কাতারে অন্যতম বড় চেইন হাইপার মার্কেট ক্যারিফোরে বিভিন্ন মডেলের আইফোন, স্যামসাং, হুয়াউই ও ভিভো মোবাইল, অ্যাপল ওয়াচ এবং এয়ারপডে বিশেষ অফার দেওয়া হয়েছে।

এই অফার ১৯ অক্টোবর থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।

কাতারের সব খবর হোয়াটসঅ্যাপে পেতে এখানে ক্লিক করুন

কাতারে ক্যারিফোরের সব শাখা এবং অনলাইনে এই অফার চলছে। ফলে আগ্রহী ক্রেতারা অনলাইনের পাশাপাশি সরাসরি গিয়েও এগুলো কিনতে পারবেন।

এই অফারে বিশেষ করে স্যামসাং S-22 Ultra 256GB মডেলের মোবাইলে ১ হাজার ২৫০ রিয়াল ছাড় দেওয়া হয়েছে।

কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর

অফারে কোন মোবাইল কত দামে পাওয়া যাচ্ছে তা নিচে দেখে নিন বিস্তারিত।

কাতারে বিভিন্ন কোম্পানিতে চাকরির খবর

কাতারের আরও খবর

গালফ বাংলা

Loading...
,